ফের থমকে মেট্রো রেল! সপ্তাহের ব্যস্ত দিনে আত্মহত্যার চেষ্টা

শহরে কাজের দিনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে খবর, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। বুধবার সকালেই ঘটনা ঘটে। সকাল ৯.৩২ থেকে ওই…

Kolkata Metro Services on the East-West Corridor to Be Suspended for 8 Days This Month"

short-samachar

শহরে কাজের দিনে আত্মহত্যার চেষ্টা। মেট্রো রেল (Kolkata Metro) সূত্রে খবর, সত্যজিৎ রায় মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা। বুধবার সকালেই ঘটনা ঘটে। সকাল ৯.৩২ থেকে ওই সেকশনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। কখন মেট্রো পরিষেবা স্বাভাবিক হবে, সেই নিয়ে কোনঅ তথ্য পাওয়া যায়নি। 

   

শহরের লাইফ লাইন মেট্রো। আমজনতার গন্তব্যে পৌঁছনো আরও সহজ করতে ক্রমাগত মেট্রো পরিষেবা বিস্তৃত করা হচ্ছে। সম্প্রতি রুবি থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হয়েছে। যা অফিস টাইমে অত্যন্ত উপকারী। সেই মেট্রোয় এবার আত্মহত্যার চেষ্টা। জানা গিয়েছে, এদিন ৯ টা বেজে ৩২ মিনিটে সত্যজিত রায় মেট্রো স্টেশনে লাইনে ঝাঁপ দেন এক যুবক। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই ব্যাহত হয় মেট্রো পরিষেবা। 

(এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ)