‘সামার ইন্টার্নশিপই’ হল কাল! অ্যাপ নির্ভর বাইকের বেপরোয়া গতির বলি সাংবাদিকতার ছাত্রী

বেপরোয়া গতির বলি হল এক সাংবাদিকতার ছাত্রী। নিউটাউনে সামার ইন্টার্নশিপ করতে আসাই কাল হল তাঁর। নিউটাউনে বেপরোয়া গতির বলি হল বাইশ বছরের ছাত্রী। পুলিশ এবং…

priyashi pal

বেপরোয়া গতির বলি হল এক সাংবাদিকতার ছাত্রী। নিউটাউনে সামার ইন্টার্নশিপ করতে আসাই কাল হল তাঁর। নিউটাউনে বেপরোয়া গতির বলি হল বাইশ বছরের ছাত্রী। পুলিশ এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে,দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে ধাক্কা মারে একটি বাইক। শনিবার রাতে ইকো পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার অভিঘাতে ছিটকে পড়ে মৃত্যু হয় আরোহী তরুণীর।

জিতেও শান্তি নেই! বিরাট সমস্যায় তৃণমূলের দুই বিধায়ক

   

জানা গিয়েছে মৃতার নাম প্রিয়াসী পাল । ২২ বছরের ওই তরুণী সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতেন। পরিবারের সদস্যেরা জানাচ্ছেন, সাংবাদিকতায় স্নাতকোত্তর পাশ করার পর নিউ টাউনের একটি প্রতিষ্ঠানে ‘সামার ইন্টার্নশিপ’ কোর্স করছিলেন। রোজ বাড়ি থেকেই নিউ টাউন যাতায়াত করতেন প্রিয়সী। মৃতার মা মৌসুমী পাল জানান, শনিবার দুপুর দেড়টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলেন মেয়ে। প্রথমে ট্রেন ধরে হাওড়া। সেখান থেকে অ্যাপ বাইকে করে প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সন্ধ্যা তখন পৌনে ৭টা। একটি অচেনা নম্বর থেকে ফোন পান তিনি। ফোনের ও প্রান্ত থেকে জানানো হয় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর মেয়ে।

অধীরের পর কে হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি? সামনে এল বিরাট নাম

চালক ও প্রিয়াসীকে উদ্ধার করে চিনার পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। রাতেই হাসপাতালে উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। তরুণীর মৃত্যুর খবরে শোকের ছায়া পরিবারে।অকালমৃত্যুতে শোকস্তব্ধ চুঁচুড়ার কোদালিয়া-১ গ্রাম পঞ্চায়েতের পল্লিশ্রীর এলাকাবাসী।বাইক দুর্ঘটনায় প্রিয়াসীর ঘাড়ের শিরা ছিঁড়ে যাওয়ার ফলে তাঁর মৃত্যু হয়েছে। তিনি পুলিশি পদক্ষেপের দাবি তুলেছেন। এই মর্মান্তিক খবরে শোকস্তব্ধ গোটা এলাকা।