আপনি কি সমকামী? বিশেষ অ্যাপে বন্ধু খুঁজছেন? তাহলে এক্ষুনি কিন্তু সাবধান হন। কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছে সমকামী ডাকাত গ্যাং! সম্প্রতি এমনই একটি ঘটনা সামনে আসতেই চক্ষুচড়ক গাছ! জানা গিয়েছে একটি সমকামী যুবক এমনই একটি অ্যাপে সমকামী বন্ধুর খোঁজ করছিল। তাঁর সঙ্গে আলাপও হয় একজনের। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েই হল বিপত্তি। ওই যুবকে মারধর করে সবকিছু কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই গে গ্যাং একটি অ্যাপের মাধ্যমেই ফাঁদ পাতে। মূলত এই অ্যাপে সমকামী এবং তৃতীয় লিঙ্গের মানুষয়েরাই থাকেন। ঠিক তেমনি এই অ্যাপেই একজনের সঙ্গে আলাপ হয় ওই নির্যাতিত যুবকের। সে একটি নির্দিষ্ট জায়গায় ঠিকানায় দেখা করতে বলে। সেখানে গিয়ে একটি ঘরে তিন যুবককে দেখে ওই নির্যাতিত। তারপরেই ঘটে চরম বিপত্তি। তাঁকে সেই ঘরে বেঁধে মারধর করে কেড়ে নেওয়া হয় মূল্যবান জিনিস। অইলাইনে একটি অ্যাকাউন্টে টাকাও পাঠাতে চাপ দিতে হয়।
যুবকের অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে তাঁর কাছে থাকা সোনার আংটি-সহ গয়না লুঠপাট করে ওই তিনজন। যুবকের কাছে কয়েক হাজার টাকাও তারা লুঠ করে। শেষ পর্যন্ত অনলাইনেও একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বাধ্য হয় ওই যুবক। এভাবে ৬৫ হাজার টাকা ‘গে গ্যাং’ ডাকাতি করে বলে অভিযোগ।
নির্যাতিত যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। কড়েয়া থানার আধিকারিকরা পূর্ব কলকাতার তিলজলা এলাকা থেকে দুজন ও কড়েয়া থেকে একজনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে মোট ৪৩ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ বাকি টাকা ও গয়না উদ্ধারের চেষ্টা করছে।