Child Abuse:নিজের মেয়েকে লাগাতার যৌন নির্যাতন বিজেপি নেতার! চাঞ্চল্য বাঁকুড়ায়

নিজের মেয়ের প্রতিই যৌন লালসার শিকার বাবা! তাজ্জব করা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করছিল তাঁর বাবা। দিনের…

child abuse

নিজের মেয়ের প্রতিই যৌন লালসার শিকার বাবা! তাজ্জব করা ঘটনাটি ঘটেছে বাঁকুড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নাবালিকা মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করছিল তাঁর বাবা। দিনের পর দিন নির্যাতিতার উপর চলত যৌন অত্যাচার। অবশেষে সেই অত্যাচার সহ্য করতে না পেরে নিজের বাবার কুকীর্তির কথা ফাঁস করল মেয়ে। লোকসভা ভোটের প্রাক্কালে এহেন ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুর লোকসভা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপিকে কটাক্ষ করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অরূপ সমাদ্দার। তিনি এলাকায় বিজেপি নেতা হিসেবেই পরিচিত।পুলিশ সূত্রে খবর, গত শনিবার বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের মানাচরের রামকৃষ্ণপল্লির বাসিন্দা ওই নাবালিকা বাবার কুকীর্তির কথা বড়জোড়া থানায় এসে জানায়। দশম শ্রেণির ছাত্রীর অভিযোগ, গত কয়েক বছর ধরে বাবার যৌন লালসার শিকার হচ্ছিল সে। দিনে দিনে বেড়েই চলছিল অত্যাচার। মেয়ের অভিযোগের ভিত্তিতে গত রবিবার রাতে ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও জানা গিয়েছে যে অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রির কাজ করে।

   

আরও জানা গিয়েছে যে অভিযুক্তের স্ত্রী অন্যত্র বিয়ে করে সংসার করছেন। তিনি মেয়েকে তাঁর প্রাক্তন স্বামীর কাছে রেখে এসেছেন। বাবা, দাদু আর ঠাকুমার সঙ্গেই মেয়েটি রামকৃষ্ণপল্লির বাড়িতে থাকত। অভিযোগ, মেয়েটিকে ছোট থেকেই বিভিন্নভাবে যৌন নির্যাতন করত ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।