স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে বেনিয়মের অভিযোগ। নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে অভিযোগ উঠতেই চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। চাকরি হারালেন সিদ্দিক গাজি।
শিক্ষা প্রতিমন্ত্রীর কন্যা পরেশ অধিকারীর কন্যার চাকরি গেছে আগে। এবার আর একজনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।
বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলাকারী অনুপ গুপ্তর অভিযোগ, মেধাতালিকায় ২৭৫ নম্বরে থাকা সিদ্দিক গাজি অঙ্কের শিক্ষক হিসেবে নিয়োগ পান। অথচ ২০০ নম্বরে নাম থাকলেও অনুপের নিয়োগ হয়নি।
বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, বেআইনি ভাবে নিয়োগ করার জন্য ওই শিক্ষকের চাকরি বাতিল করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। বুধবার ফের এই মামলার শুনানি রয়েছে।
উল্লেখ্য, এর আগে স্কুল সার্ভিস কমিশনের একাধিক মামলার শুনানি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। নিয়োগে বেনিয়মের অভিযোগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর। সম্প্রতি এই সংক্রান্ত মামলার শুনানি রাজশেখর মান্থার বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে। সোমবার অঙ্কিতার পর আরও একজনের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট।