কালীঘাটে পৌঁছেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান চিকিৎসকদের

কলকাতা: অবশেষে কালীঘাট পৌঁছালো চিকিৎসক বোঝাই কনভয়। এদিকে কালীঘাটে এই কনভয় পৌঁছাতেই চিকিৎসকদের আরজি কর (RG Kar) ইস্যুতে  We Want Justice স্লোগানে সরগরম হয়ে উঠল…

kalighat

কলকাতা: অবশেষে কালীঘাট পৌঁছালো চিকিৎসক বোঝাই কনভয়। এদিকে কালীঘাটে এই কনভয় পৌঁছাতেই চিকিৎসকদের আরজি কর (RG Kar) ইস্যুতে  We Want Justice স্লোগানে সরগরম হয়ে উঠল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন চত্ত্বর। প্রশ্ন উঠছে, দীর্ঘ এক মাসের জট কি তবে কাটতে চলেছে?

আজ সন্ধে ৬টা নাগাদ এই মুখ্যমন্ত্রী এবং চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ৪০ মিনিট কেটে যাওয়ার পরেও সেই বৈঠক হয়নি। তবে অবশেষে চিকিৎকদের একটি দল পৌঁছে এল কালীঘাটে। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই দু পক্ষের বৈঠক শুরু হতে পারে বলে খবর।

   

একে একে জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকতে শুরু করেছে। ইতিমধ্যে কালীঘাটে হাজির রয়েছেন মুখ্যসচিব থেকে শুরু করে চন্দ্রিমা ভট্টাচার্য প্রমুখ। প্রশ্ন উঠছে, আজ এই বৃষ্টিমুখর রাতেই কি আরজি কর নিয়ে জট কাটবে? সেদিকে নজর থাকবে সকলের। আন্দোলনকারীদের দাবি, তাঁরা ইতিবাচক মনোভাব নিয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনে হাজির হয়েছেন। 

 কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ধর্ষণ ও হত্যা মামলায় নির্যাতিতার মা বলেন, “আমরা চাই মুখ্যমন্ত্রী জুনিয়র ডাক্তারদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে সমাধান করুক। প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ সবারই দোষ দেখছি। জুনিয়র ডাক্তাররা অনেক কষ্টে আছেন, আমরা তাদের সঙ্গে কথা বলে এবং তাদের দাবি মেনে নিয়ে যত দ্রুত সম্ভব সমাধান চাই।”