সদ্য কেটেছে ঘূর্ণিঝড় রেমালের দাপট। ক্রমশ স্বাভিক হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যে, শুক্রবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হয় বাঁকুড়া জেলায়। সেদিনই ভোর রাতে ঢেঁড়স তুলতে যাওয়া কাল হল এক চাষি দম্পতির ! ঢেঁড়স তুলতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল তাদের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ঘুটগড়িয়া গ্রাম পঞ্চায়েতে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নীরদ সাঁতরা (৬৪) ও তার স্ত্রী তারা রাণী সাঁতরা (৫৭) পেশায় চাষী। নিজস্ব জমি ছিল তাদের। সেখানেই ঢেঁড়স চাষ করতেন তারা । শুক্রবার ভোরে বৃষ্টি চলাকালীন এই দম্পতি ঢেঁড়স তুলতে বেরোন এবং সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুত্স্পৃষ্টের বিষয়টি জানাজানি হতেই গ্রামের বাসিন্দারা তাদের চাষের জমি থেকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। এরপর চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের সূত্রে খবর, এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছেন তারা। এছাড়া দুটি মৃতদেহকেই ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ন তারা।দম্পতির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছন স্থানীয় বিধায়ক অলোক মুখার্জী। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের তিনি সমবেদনা জানিয়েছেন।