গঙ্গাপুজোর দিনই গঙ্গার জলে ডুবল গাড়ি! শোরগোল নিমতলা ঘাটে

রবিবার সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে গিয়ে ঘটল বিপত্তি। দাঁড়িয়ে থাকা স্করপিও গাড়ি সটান গিয়ে পড়ল গঙ্গার জলে। ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন এক পরিবার।…

drowned

রবিবার সকালে ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে গিয়ে ঘটল বিপত্তি। দাঁড়িয়ে থাকা স্করপিও গাড়ি সটান গিয়ে পড়ল গঙ্গার জলে। ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন এক পরিবার। পরিবার গাড়ি থেকে নামলেও গাড়ির ভিতরে ছিল এক কিশোর।

নিমতলা ঘাটে দাঁড়িয়ে থাকা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, আচমকা চলতে থাকে দাঁড়িয়ে থাকা গাড়িটি। গাড়ির ভিতরে তখন ছিল ওই কিশোর। গাড়িটি গঙ্গার জলে পড়ে ডুবতে থাকে। তবে কর্তব্যরত পুলিশ কর্মীদের তৎপরতায় প্রাণে বেঁচে যায় কিশোর।

   

কিন্তু কী করে এই বিপত্তি? স্থানীয় সূত্রে খবর, রুবির বাসিন্দা কিশোরের পরিবার ভূতনাথ মন্দিরে পুজো দিতে এসেছিল। ওই কিশোর গাড়িতে উঠে গিয়ার চেঞ্জ করতেই চাকা গড়াতে শুরু করে। গাড়ি সহ গঙ্গায় পড়ে যায় ওই কিশোর।

গাড়িটিকে ডুবতে দেখেই শুরু হয় হইহট্টোগোল। বিষয়টি নজরে আসে সেখানে কর্তব্যরত কলকাতা পুলিশের আধিকারিকদের। দ্রুত তাঁরা কিশোরকে গাড়ি থেকে বের করতে সক্ষম হন। অল্পের জন্য রক্ষা পায় সে। তবে জলে ততক্ষণ ডুবে গিয়েছে গাড়িটি। সেটি উদ্ধারের কাজ চলছে। এলাকায় রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরও।