নিশানায় ব্যারাকপুরের বিরিয়ানি ব্যবসায়ী! আসছে হুমকি, চাওয়া হচ্ছে তোলা

ঘটনার কেন্দ্রবিন্দু সেই ব্যারাকপুর। আবার আরও এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ। শুধু হুমকি নয়, তাঁর দোকানের আশেপাশে করা হয়েছে রেইকি। প্রসঙ্গত ব্যারাকপুরের এক নামী বিরিয়ানি…

barrackpore

short-samachar

ঘটনার কেন্দ্রবিন্দু সেই ব্যারাকপুর। আবার আরও এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ। শুধু হুমকি নয়, তাঁর দোকানের আশেপাশে করা হয়েছে রেইকি। প্রসঙ্গত ব্যারাকপুরের এক নামী বিরিয়ানি দোকানের মালিকের এই অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। বছরখানেক আগে তাঁর বিরিয়ানির দোকানে গুলি চলার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই বিরিয়ানি দোকানের মালিককে হুমকি দেওয়া হয়েছে বলে খবর।

   

ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে, ঘড়িতে তখন রাত ১ টা ২০ মিনিট। দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। হঠাৎ লক্ষ্য করেন তাঁর গাড়ির চারপাশে চক্কর কাটল দুটি নম্বর প্লেটহীন বাইক। বাইকগুলো ঘুরছে দেখে কোনও রকমে গাড়ি ঘুরিয়ে নিয়ে পুলিশের সামনে গিয়ে দাঁড়ান তিনি। পুলিশ রোড থেকে কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ব্যবসায়ী অনির্বাণ দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন “এইভাবে আমরা ব্যবসা করতে পারছি না। সাধারণ মানুষ এলেও ভয় লাগছে। ভাল মানুষকেও সন্দেহের চোখে দেখছি। ভাল শার্ট-প্যান্ট পরে এসে গুলি করে দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরতে পারছি না। সিপি-কে জানিয়েছি।”

এখানেই শেষ নয়, তাঁর অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে,২০ লক্ষ টাকা তোলা চাওয়া হয়েছিল আগে। না দিলে ‘অ্য়াকশন’ নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। কখনও ফোন করে, কখনও মোবাইলে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে। কখনও বিহার থেকে এসেছে ফোন। আতঙ্কে নিজেকে বাঁচাতে কখনও বাড়ি পাল্টাচ্ছেন, আবার কখনও গাড়ি পাল্টাচ্ছেন তিনি। প্রসঙ্গত তিনি একজন পঞ্চায়েতের একজন সদস্য। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।