Kolkata Police: ৮ আইপিএস সহ কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ৮৬

নিউজ ডেস্ক : কলকাতা পুলিশে এই মুহূর্তে মোট ৮৬ জন করোনা আক্রান্ত। তারমধ্যে ৮ জন আইপিএস অফিসার। আজ নতুন করে ৩ জনের শরীরে সংক্রমণ ধরা…

Covid 19-ekolkata24

নিউজ ডেস্ক : কলকাতা পুলিশে এই মুহূর্তে মোট ৮৬ জন করোনা আক্রান্ত। তারমধ্যে ৮ জন আইপিএস অফিসার। আজ নতুন করে ৩ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। ৩ জনই আইপিএস অফিসার। একসঙ্গে এতজন অফিসার ও কর্মী করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই লালবাজারে উদ্বেগ ছড়িয়েছে।  

প্রসঙ্গত, রাজ্যে করোনা সংক্রমণ বাড়তেই সোমবার থেকে বিধিনিষেধ লাগু হয়েছে। ফের বন্ধ রাজ্যের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, সুইমিং পুল, সেলুন, স্পা, জিম, চিড়িয়াখানা, পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্ক। শপিং মল, মার্কেট কমপ্লেক্স, রেস্তোরাঁ ও সিনেমা হল খোলা থাকলেও, তাতে ৫০ শতাংশের বেশি মানুষের প্রবেশের অনুমতি নেই। সংক্রমণ হারের নিরিখে কলকাতা শীর্ষে থাকায়, গতকালই শহরে ২৫টি মাইক্রো কনটেইনমেন্ট জোনের কথা ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে চালু করা হয়েছে ৩টি সেফ হোমও। 

এই মুহূর্তে কলকাতায় পজিটিভিটি রেট ৩৩.৯%। কলকাতায় করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলেও মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞরা এটাও আশ্বস্ত করছেন যে, নয়া কোভিড ভ্যারিয়ান্ট ওমিক্রন অত্যন্ত সংক্রামক হলেও তার মারণক্ষমতা খুব বেশি নয়।

Advertisements

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬,০৭৮ জন। এরমধ্যে কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৮০১ জন। উত্তর ২৪ পরগনায়ও হাজারের গন্ডি পেরিয়েছে সংক্রমণ। নতুন করে আক্রান্ত হয়েছেন ১,০৫৭ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের।