BIRBHUM : শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক, সিউড়িতে চাঞ্চল্য

বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সংড়া পঞ্চায়েতের পাগলাডাঙ্গা গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক। একটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে…

Water Contamination Claims Six Lives in Puducherry, Sparks Opposition Outcry

বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত সংড়া পঞ্চায়েতের পাগলাডাঙ্গা গ্রামে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় শতাধিক। একটি সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, সেই এলাকার এক মহিলার শ্রাদ্ধ ছিল। সেই শ্রাদ্ধে গিয়েছিল মৃতদাসপুর, কামারশাল ও পাগলাডাঙ্গা এলাকার বাসিন্দারা। সেখানে তারা মুড়ি, বোঁদে খান। আর সেই খেয়েই অসুস্থ হয়ে পড়েন প্রায় ৮৫জন।

Advertisements

অভিযোগের ভিত্তিতে জানা গিয়েছে যে, এই খাবার খেয়ে বমি, পায়খানা শুরু হয় অনেকের। মধ্যরাত পর্যন্ত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে প্রায় চল্লিশ জন শিশুও অসুস্থ । অনেকেই ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে যান প্রশাসনের কর্তারা। রোগীদের সঙ্গে দেখা করেন অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক মহকুমা শাসক সুপ্রতীক সিনহা, সাঁইথিয়া ব্লকের বিডিও, সাঁইথিয়া থানার ওসি এবং সিউড়ি থানার আইসি সহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

জেলাশাসকের মনে করছেন খাবারে বিষক্রিয়া থেকেই এমন ঘটনা ঘটেছে,তবে আসল কারণটা কী তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও রাজনগরে এরকম ঘটনা ঘটেছে। তবে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। রোগীদের জন্য স্যালাইন সহ যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকেই এখন স্থিতিশীল রয়েছেন বলে জানা গিয়েছে।