তৃণমূল জমানায় লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে বিদ্যালয়ে চাকরি পাওয়ার অভিযোগ প্রমাণ হওয়ায় ইতিমধ্যেই চার শিক্ষক জেলে। এবার কি ৭ শিক্ষিকার পালা? উঠছে এমন প্রশ্ন। কারণ, ওই সাত শিক্ষিকাকে তলব করা হয়েছে। তারা সবাই বাঁকুড়া জেলার। এর আগে দোষী প্রমাণিত হওয়া শিক্ষকরা মুর্শিবাদের বিভিন্ন বিদ্যালয়ে চাকরি করতেন।
মুর্শিদাবাদের পর এবার বাঁকুড়ার ৭ প্রাথমিক শিক্ষিকাকে তলব করল সিবিআই। আগামীকাল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের ৪ প্রাথমিক শিক্ষক। এবার বাঁকুড়া জেলায় চাকরি পেয়েছেন এমন ৭ প্রাথমিক শিক্ষককে তলব করল সিবিআই। যে সাত শিক্ষিকাকে তলব করা হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ আছে। ফলে তাদের গ্রেফতারের সম্ভাবনা আছে বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ।
ঘুষ দিয়ে চাকরি নেওয়ার দানে গ্রেফতার করা হয়েছে চার প্রাথমিক শিক্ষককে। সিবিআই চার্জশিটে দাবি করা হয়েছে, চাকরি পাওয়ার জন্য তাদের কাছ থেকে বিপুল টাকা নিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়ী তাপস মণ্ডল এবং ততকালীন তৃণমূল নেতা কুন্তল ঘোষ। গ্রেফতারের পর কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। তাপস এবং কুন্তল দুজনেই হেফাজতে।
এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ