IT Raid: ভোটের মুখে কলকাতায় ফের টাকার পাহাড় উদ্ধার

লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার কল আয়কর দফতর (IT Raid)। চেতলায় চাতু প্রস্তুতকারী সংস্থায় ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায়…

Rajasthan,CM, Breaking News

লোকসভা ভোটের মুখে ফের শহর কলকাতায় কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার কল আয়কর দফতর (IT Raid)। চেতলায় চাতু প্রস্তুতকারী সংস্থায় ২ দিন ধরে তল্লাশি অভিযান চালায় আয়কর দফতর। এরপর সেখান থেকে ৫৮ লক্ষ টাকা উদ্ধার করল আয়কর দফতর।

 

Advertisements

ইতিমধ্যে এই টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে খবর।  ভোটের মুখে অফিসে কেন এত টাকা রাখা হয়েছিল, এই প্রশ্নের উত্তরে সন্তোষজনক কোনও উত্তর দিতে পারেননি ব্যবসায়ী বলে আয়কর দফতর সূত্রে খবর। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বাংলায় চাঞ্চল্য ছড়িয়েছে।