দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের তিনটি আসনে ভোট রয়েছে। ভোট রয়েছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে। ভোট গ্রহণ আগামী ২৬ এপ্রিল শুক্রবারে। প্রথম দফার ভোট মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় দফার ভোট নিয়ে উত্তেজনা। প্রথম দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটলেও মোটের অপর ভোটকে ‘শান্তিপূর্ণ’বলে আখ্যা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম দফার মতোই দ্বিতীয় দফার ভোটেও সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চলেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দফায় মোতায়েন থাকবে ২৯৯ কোম্পানি বাহিনী।
কমিশন সূত্রে আরও জানা গিয়েছে,দার্জিলিং কেন্দ্রে মোট বাহিনী থাকছে ৮৮ কোম্পানি৷ তারমধ্যে দার্জিলিংয়ে ৫১, শিলিগুড়িতে ২১ এবংকালিম্পংয়ে ১৬৷ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মোট বাহিনী থাকছে ১১১৷ তার মধ্যে ইসলামপুর পুলিশ জেলায় ৫১ এবং রায়গঞ্জে মোতায়েন থাকছে ৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী৷ বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট বাহিনী মোতায়েন থাকছে ৭৩ কোম্পানি৷ ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার হবে স্ট্রংরুমের নিরাপত্তায়৷ ২১ কোম্পানি রাজ্যের অন্যত্র সাধারণ মানুষকে ভরসা জোগাতে হিসাবে ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে।
প্রথম দফার ভোট মোট ৫৫৬টি অভিযোগ জমা পড়েছে। তাই কমিশন দ্বিতীয় দফার আগে বিশেষ ভাবে সতর্ক থাকতে চাইছে। প্রসঙ্গত সারা দেশে প্রথম দফার সবচেয়ে বেশী ভোট পড়েছে এই রাজ্যে। পশ্চিমবঙ্গ, অসমের মতো হাতেগোণা কয়েকটি রাজ্য বাদ দিলে এ দিন সকাল থেকেই ভোটদানের হার গোটা দেশেই বেশ কম ছিল৷ তবে এই ভোটদানের হারের কারণ কেন কম সেটা এখনও জানা যায়নি।