গুয়াহাটি: সিঙ্গাপুরে জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর মোড়। অসম পুলিশের পরিষেবা (APS) অফিসার এবং গায়কের তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেফতার করল ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (CID)। অভিযোগ, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনার সময় গায়কের সঙ্গেই উপস্থিত ছিলেন সন্দীপন।
সিআইডি হেফাজতে সন্দীপন, আজ আদালতে পেশ
সিআইডি কর্তৃক একাধিকবার জিজ্ঞাসাবাদের পরই সন্দীপন গর্গকে হেফাজতে নেওয়া হয়। গায়কের ম্যানেজার, অনুষ্ঠানের আয়োজক ও দুই সহকর্মী সহ এই ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফচার হয়েছেন। সন্দীপনকে আজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (CJM) আদালতে পেশ করা হবে।
এর আগে জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরে উপস্থিত থাকা তার ঘনিষ্ঠ সহযোগী এবং অন্যান্য সন্দেহভাজনদের সঙ্গে সন্দীপন গর্গকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইডি। সন্দীপন গর্গ নিজে অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP)।
সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যু Zubeen Garg Cousin Arrested
৫২ বছর বয়সী জুবিন গর্গ, যিনি বলিউড এবং অসমীয়া গানের জন্য সুপরিচিত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রের কাছে সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে মারা যান। তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এ (North East India Festival) যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন৷ সেখানেই একটি ইয়ট ট্রিপে যান ও তাঁর মৃত্যু হয়।
হত্যার ধারা যুক্ত করেছে পুলিশ
জুবিন গর্গের মৃত্যুতে ইতিমধ্যেই তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১০৩ (খুনের শাস্তি) যুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি গায়কের ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার পর অসম জুড়ে তোলপাড় সৃষ্টি হয়৷ খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের জন্য নির্দেশ দেন।