দিল্লি মেট্রোতে হাড়হিম কাণ্ড! চেপে ধরে…

অভিনেত্রী লেখক জোয়া হুসেন শোনালেন এক ভয়াবহ কাহিনী। ঘটনার কেন্দ্রবিন্দু সেই দিল্লি মেট্রো। একটি সাক্ষাৎকারে তিনি জানালেন এক ভয়ানক কথা। দিল্লি মেট্রোতেই শারীরিক হেনস্থার শিকার…

delhi metro

অভিনেত্রী লেখক জোয়া হুসেন শোনালেন এক ভয়াবহ কাহিনী। ঘটনার কেন্দ্রবিন্দু সেই দিল্লি মেট্রো। একটি সাক্ষাৎকারে তিনি জানালেন এক ভয়ানক কথা। দিল্লি মেট্রোতেই শারীরিক হেনস্থার শিকার হয়েছেন জ়োয়া। দিল্লির মেট্রোর মধ্যেই এক হেনস্থাকারী চেপে ধরে তাঁর স্তন। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, “দিল্লিতে এমন বহু অভিজ্ঞতা হয়েছে। দিল্লি মেট্রোয় আমার স্তন চেপে ধরে শ্লীলতাহানি করা হয়।”

শুধু তাই নয়, তিনি আরও জানালেন যে, বিশেষ করে সন্ধেবেলায় বাড়ির বাইরে পা রাখলেই সব সময়ে ভয় লাগত, অস্বস্তি হত। জ়োয়া জানান, মুম্বইয়ে এমন হলে পথচলতি মানুষ প্রতিবাদ করেন। তিনি বলছেন, “এমন ঘটনা মুম্বইয়ে ঘটলে মানুষ এসে পাশে দাঁড়ায়। কিন্তু দিল্লিতে এ সব কোনও ব্যাপারই না।”

   

প্রসঙ্গত দিল্লিতেই জন্ম এবং বেড়ে ওঠা জোয়া। কিন্তু তার চেয়ে মুম্বইয়ে এখন অনেক বেশি নিরাপদ বোধ করেন বলে জানান জোয়া। আরও একটি অভিজ্ঞতা জানিয়েছেন জ়োয়া। গুরুগ্রামে বাড়ি ফিরছিলেন তিনি। রাত হয়ে গিয়েছিল। সেই সময়ে বেশ কয়েক জন পুরুষের একটি দল তাঁর পিছু নিয়েছিল। অভিনেত্রীর কথায়, “একটি ছবি দেখে আমি বাড়ি ফিরছিলাম। দেখলাম দু’-তিন জন পুরুষ আমার পিছু নিয়েছে।’’ এই ঘটনা স্মরণ করে তিনি মন্তব্য করেন, ‘‘আমি সত্যিই বিশ্বাস করি, মুম্বই দেশের সবচেয়ে নিরাপদ শহর। আমি বোনদের সঙ্গে মুম্বইতে থাকি এখন। বাবা-মা আমাদের নিয়ে কোনও দুশ্চিন্তা করেন না, কারণ তাঁরাও জানেন, আমরা নিরাপদ শহরে আছি।”