বড়দিনে সান্তা সেজে হেনস্থার শিকার জোম্যাটো এজেন্ট! পোশাক খুলিয়ে ছাড়ল হিন্দুত্ববাদীরা

ভোপাল: সর্ব ধর্ম সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের দেশ৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ প্রতিটি ধর্মের উৎসবে মেতে ওঠে৷ বুধবার গোটা দেশ সেজে উঠেছিল ক্রিসমাস উপলক্ষে৷ গোটা…

zomato delivery boy harassment 

ভোপাল: সর্ব ধর্ম সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের দেশ৷ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ প্রতিটি ধর্মের উৎসবে মেতে ওঠে৷ বুধবার গোটা দেশ সেজে উঠেছিল ক্রিসমাস উপলক্ষে৷ গোটা বিশ্বের সঙ্গে বড়দিনের আনন্দে ভেসেছে ভারত৷ কিন্তু একদল কট্টরপন্থীর উগ্র চিন্তাধারায় মাটি হল উৎসবের আমেজ৷ সান্তা সেজে খাবার পৌঁছতে বেরিয়েছিলেন জোম্যাটোর এক ডিলিভারি বয়৷ উগ্র হিন্দুত্ববাদীদের হাতে পড়ে চরম হেনস্তার শিকার হতে হল তাঁকে। জোর করে রাস্তার উপরই খোলানো হয় সান্তার পোশাক৷ এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভইরাল হতেই নিন্দার ঝড়৷ (zomato delivery boy harassment)

হিন্দু জাগরণ মঞ্চের রোষ zomato delivery boy harassment

বড়দিন মানেই বড় উৎসহ৷ সাধারণত এই দিনটিতে জোম্যাটোর ডেলিভারি বয়রা সান্তা ক্লজ সেজেই গ্রাহকদের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়ে থাকে। সেই রীতি মেনেই বুধবার ইন্দোরের পথে খাবার পৌঁছতে বেরিয়েছিলেন জোম্যাটোর ডেলিভারি বয়রা৷ অভিযোগ, হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের খপ্পরে পড়ে যান জোম্যাটোর এক এজেন্ট৷ জোর করে ওই ডেলিভারি বয়ের গা থেকে সান্তার পোশাক খুলতে বাধ্য করেন তাঁরা৷ 

   

রামের মতো পোশাক পরেন না কেন? zomato delivery boy harassment 

বুধবার সান্তার পোশাক পরে খাবার ডেলিভারি করতে বেরনোর সময় হিন্দু জাগরণ মঞ্চের কয়েকজন সদস্য ওই জোম্যাটো এজেন্টর পথ আটকান। তাঁর পোশাক নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিয়োতে তাঁদের কথা বলতে শোনা গিয়েছে৷ হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বলেন, “দীপাবলিতে কি আপনি ভগবান রামের মতো পোশাক পরে রাস্তায় বেরন? কখনও ভগবান রামের বেশে বাড়ি বাড়ি ঘুরেছেন?” উত্তরে ওই এজেন্ট জানান, তিনি কোম্পানির নিয়ম মেনেই সান্তার পোশাক পরেছেন। কোম্পানি কাউকে কাউকে সান্তার পোশাক দিয়েছে৷ পাল্টা হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বলেন, কেন হিন্দু উৎসবে তাঁদের পোশাক দেওয়া হয় না৷ 

 

‘আমরা হিন্দু’ zomato delivery boy harassment 

ওই জোম্যাটো এজেন্টের কোনও কথাই কানে তোলেননি হিন্দুত্ববাদীরা৷ বরং তাঁকে নানা ভাবে হেনস্থা করতে শুরু করেন৷ তাঁকে বাইক থেকে নামতে বাধ্য করেন৷ তারপর রাস্তাতেই সান্তার পোশাক খুলতে বলেন। তার পরেও শোনা যায় জয় শ্রীরাম স্লোগান৷ জানা গিয়েছে, এদিন রাস্তায় উপস্থিত ছিলেন হিন্দু জাগরেণ মঞ্চের জেলা সমন্বয়ক সুমিত হরদিয়াও। তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমরা হিন্দু। সান্তা সেজে আমরা শিশুদের কী বার্তা দিচ্ছি? সান্তা ক্লজের পোশাক পরে কোনও বার্তা দেওয়ার কি খুব প্রয়োজন আছে? সত্যিই কোনও বার্তা দিতে চাইলে ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের মতো সাজুন।” 

 Bharat: A Zomato delivery boy dressed as Santa Claus was harassed by Hindu extremists in Indore. They forced him to remove his Santa costume on the street. The incident, which occurred on Christmas, has sparked widespread condemnation on social media.