Ukraine War: খাবেন নাকি জেলেনস্কি চা

যুদ্ধের মাঝেই দেদার বিকোচ্ছে জেলেনস্কি চা। কী শুনে চমকে গেলেন তো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে। অসম-ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা অ্যারোমিকা চা, ইউক্রেনের…

Ukraine War: খাবেন নাকি জেলেনস্কি চা

যুদ্ধের মাঝেই দেদার বিকোচ্ছে জেলেনস্কি চা। কী শুনে চমকে গেলেন তো? শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। জানা গিয়েছে। অসম-ভিত্তিক একটি স্টার্টআপ সংস্থা অ্যারোমিকা চা, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির নামে একটি সিটিসি চা চালু করেছে। রাশিয়ান আগ্রাসনের মুখে জেলেনস্কির বীরত্ব এবং সাহসকে সম্মান জানাতে চালু করেছে। অ্যারোম্যাটিক টি-এর পরিচালক রঞ্জিত বড়ুয়া জানিয়েছেন, আসাম সিটিসি-র তরফ থেকে শক্তিশালী চা ‘জেলেনস্কি’ ব্র্যান্ডটি চালু করা হয়েছে।

তিনি আরও জানান, “মূল ধারণাটি হ’ল ইউক্রেনের রাষ্ট্রপতির বীরত্ব এবং সাহসকে সম্মান জানানো, যিনি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। জেলেনস্কি বলেন, তাঁর কিছু চাই না গোলাবারুদ দরকার। এটি তার চরিত্রটি দেখায়। তিনি বলেন, ‘আমরা তার চরিত্র ও বীরত্ব এবং আসামের চায়ের মধ্যে একটি উপমা টানার চেষ্টা করছি। তিনি আরও বলেন, এই পানীয়টি অনলাইনে বিক্রয়ের জন্য উপলব্ধ হবে।

Advertisements

এদিকে নেটিজেনরা এই ধারণার প্রশংসা করেছেন। একজন লিখেছেন, অসমের শক্তিশালী চায়ের মতো জেলেনস্কিও আজকের প্রেক্ষাপটে শক্তির প্রতীক। অন্য আর একজন লিখেছেন, “ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য, আসাম রাশিয়ান আগ্রাসনের মুখে তার বীরত্ব এবং সাহসকে সম্মান জানাতে ইউক্রেনের রাষ্ট্রপতি ভোলোদিমির জেলেনস্কির নামে একটি সিটিসি চা চালু করেছে।” উল্লেখ্য, শুক্রবার ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন ২৩ দিনে পা দিল। মস্কোর হামলায় বিপর্যস্ত ইউক্রেনের ১০টি শহর ইতিমধ্যেই দখল করেছে রুশ সেনা। যদিও হার মানতে নারাজ রাষ্ট্রপতি।