নয়াদিল্লি: রাজধানী দিল্লিতে চাঞ্চল্যকর খুনের (Murder) ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার রাতে উত্তর দিল্লির স্বরুপনগরে চারজন পরিচিতের সঙ্গে বিবাদে জড়ান খাদ্দা কলোনির বাসিন্দা দেবেন্দ্র (২৬)। বিবাদ চলাকালীন আচমকা দেবেন্দ্রকে ধারালো ছুরি দিয়ে কোপাতে শুরু করেন ওই চারজন। রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা স্থানীয় বাবু জগজীবন রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দেবেন্দ্রকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশকে (Police) রাত ১১.৪০ মিনিট নাগাদ হাড়হিম হত্যাকান্ডের কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তৎক্ষণাৎ অভিযোগ দায়েতর করে তদন্তে নামে স্বরুপনগ্র থানার পুলিশ। সিসিটিভি ক্যামেরা, প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে ঘটনায় অভিযুক্ত ওই এলাকারই বাসিন্দা পবন, বিকাশ, অবিনাশ এবং রোহিতের খোঁজ পায় পুলিশ। ৬ ঘন্টার অভিযানেই পবন সহ আরও দুজন অভিযুক্তকে পাকরাও করে পুলিশ।
পবনের কাছ থেকে রক্তমাখা খুনের ছুরিটিও উদ্ধার হয় বলে জানা গিয়েছে। ছুরি সহ ঘটনার সময় পরিহিত পোশাকগুলি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হলেও বিকাশ এখনও অধরা। তাঁর তল্লাশি চলছে বলে জানিয়েছেন স্বরুপনগর থানার এক পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা দিনমজুরের কাজ করত। আউটার নর্থ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার হারেস্বর স্বামী মাত্র ৬ ঘন্টার মধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতারের কথা জানান। ঘটনায় দিল্লি পুলিশের স্বরুপনগর থানার আধিকারিকদের তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসীরা। তবে, মাত্র ২৬ বছর বয়সে দেবেন্দ্রর অকাল প্রয়াণে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
