ভোপাল: একটি বিড়ির (Bidi) জন্য প্রাণ গেল যুবকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) রাইপুর জেলার আমহানপুরের আমনের গ্রামে। মৃত যুবকের নাম সোনু পাল (২৬) বলে জানিয়েছে পুলিশ (Police)। বৃহস্পতিবার আমনের গ্রামের গোদা পুলের পাশে একটি নর্দমায় যুবকের মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠালে জানা যায়, যুবকের মাথা ও মুখে ভোঁতা কোনও বস্তু দিয়ে সজোরে আঘাত করায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে মৃত এবং হত্যাকারীদের পরিচয় জানা যায়নি। এরপর ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ধারা ১০৩ এবং ৩(৫)-এর অধীনে একটি ‘অজ্ঞাত পরিচয় খুন”-এর মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ।
কীভাবে হল অভিযান?
সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ডঃ লাল উমেদ সিং মামলার তদন্তের জন্য অতিরিক্ত এসপি (নব রাইপুর) বিবেক শুক্লা, অতিরিক্ত এসপি (অপরাধ) সন্দীপ মিত্তল এবং ডিএসপি সঞ্জয় সিং-এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল গঠনের নির্দেশ দেন। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে আভানপুরের গাটাপাড়া গ্রামের বাসিন্দা মহেশ পালের ছেলে সোনু পালকে মৃত হিসেবে শনাক্ত করা হয়।
এরপর সোনুর শেষ গতিবিধির খোঁজ করতে গিয়ে তদন্তকারীরা আবিষ্কার করেন যে মৃত্যুর আগের রাতে তিনি আভানপুরের একটি মদের দোকানের বাইরে মদ্যপান করছিলেন। পুলিশ জানিয়েছে, সেখানেই একটি আপাতদৃষ্টিতে নিরীহ ঝগড়া মারাত্মক রূপ নেয়।
বিড়ি থেকে বিবাদের জেরে খুন!
মামলার তদন্তকারী এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আভানপুরের মদের দোকানের বাইরে সোনু এবং অভিজুক্তেরা মদ্যপান করছিলেন। সোনু পাল অভিযুক্তদের কাছে একটি বিড়ি (Bidi) চান। তারা বিড়ি দিতে না চাইলে সোনুর সঙ্গে অভিযুক্তদের বচসা শুরু হয়।
এরপর তারা সোনুকে মাদক দেওয়ার প্রলোভন দেখিয়ে গোদা পুলের কাছে নিয়ে যায় এবং ভোঁতা কোনও বস্তুর সাহায্যে সোনুর মাথা এবং মুখে প্রহার করে তাঁকে খুন (Murder) করে নর্দমায় ফেলে দেয়। ঘটনায় সুমিত বান্দে (২৬), অজয় রাত্রে (২৪), এবং গুলশান গায়কোয়াড় (২৬)-কে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা সোনুকে খুনের কথা স্বীকার করে নেন।