নাগোলে হৃদরোগে মৃত্যু তরুণের, বেঙ্গালুরুতে বাড়ছে সতর্কতামূলক চেকআপ

হায়দ্রাবাদের নাগোলে স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে(Heart attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী গুন্ডলা রাকেশের। খেলা চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সিসিটিভি…

হায়দ্রাবাদের নাগোলে স্টেডিয়ামে ব্যাডমিন্টন খেলতে গিয়ে হৃদরোগে(Heart attack) আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী গুন্ডলা রাকেশের। খেলা চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আশেপাশের লোকজন দ্রুত সিপিআর দেওয়ার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Advertisements

খাম্মাম জেলার থাল্লাদা গ্রামের বাসিন্দা রাকেশ হায়দ্রাবাদের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তিনি প্রাক্তন ডেপুটি সরপঞ্চ গুন্ডলা ভেঙ্কটেশ্বরলুর ছেলে।

   

বর্তমানে, দক্ষিণ ভারতের বিভিন্ন জেলায় তরুণদের মধ্যে হৃদরোগজনিত মৃত্যুর প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। কর্ণাটকের হাসান জেলায় মাত্র ৪০ দিনে হৃদরোগে ২২ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে পাঁচজনের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে।

এই পরিস্থিতিতে বেঙ্গালুরুর জয়দেব হাসপাতালে হৃদরোগজনিত বহির্বিভাগে রোগীর সংখ্যা গত দুই সপ্তাহে ৮% বৃদ্ধি পেয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, হাসানসহ আশেপাশের জেলা থেকে অনেক তরুণ ও মধ্যবয়সী মানুষ ভয়ে সতর্কতামূলক চেক-আপ করাতে আসছেন।

সম্প্রতি মডেল ও অভিনেত্রী শেফালি জারিওয়ালার (৪২) আকস্মিক হৃদরোগে মৃত্যু এই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে।