Business: নিজস্ব ব্যবসা শুরু করে বছরে ১৫ কোটি আয় করছেন দম্পতি

নিজেদের স্বপ্নকে অগ্রাধিকার দিয়েছিলেন অনুসুয়া এবং অলোক। বড় অঙ্কের চাকরি ছেড়ে তিন বছর আগে শুরু করেছিলেন নিজেদের ব্যবসা (Business)। এখন বছর প্রতি প্রায় ১৫ কোটি টাকা আয় করছেন তাঁরা।

ডেলোয়েট কোম্পানিতে কাজ করতেন অনুসুয়া চন্দ্রশেখর। ভালো মাইনে পেতেন। কিন্তু মনে মনে ইচ্ছা ছিল ফ্যাশন জগতে কিছু অবদান রাখবেন। অন্যদিকে অলোক পাল নিজস্ব অনলাইন ব্যবসা শুরু করার চেষ্টায় ছিলেন। দু’য়ে দু’য়ে চার হতে সময় লাগল না বেশি। আবদ্ধ হলেন বিবাহ বন্ধনে। আবদ্ধ হল তাঁদের স্বপ্ন। 

   

অনুসুয়া কাজ শুরু করলেন ফ্যাশন নিয়ে। জামাকাপড়, গয়না, সাজোসজ্জার বিভিন্ন সামগ্রী ইত্যাদি বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি আলাদা। অলোক শুরু করলেন উৎপাদনের কাজ। কিছু মেশিন বসিয়ে রূপ দিতে লাগলেন স্ত্রীর ভাবনাকে। তৈরি হল নিজস্ব কোম্পানি। স্ত্রীর সৃজশীলতা এবং স্বামীর ব্যবসায়িক বুদ্ধি। অল্প দিনেই কোম্পানির নাম ছড়িয়ে পড়ল নয়ডাতে। 

অনুসুয়া বলেছেন, ‘মার্কেটকে ভালো করে পর্যবেক্ষণ করেছিলাম। সবই হচ্ছে, কিন্তু একটা কোথায় ফাঁক ছিল যেন। বড় বড় কোম্পানিগুলো ভালো কোয়ালিটির সামগ্রী তৈরি করছিল বটে। কিন্তু তার দাম খুব বেশি। আমরা চেষ্টা করেছি দাম কম রেখে ভালো মানের সামগ্রী ক্রেতার হাতে তুলে দেওয়ার।’

কোম্পানির নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এছাড়াও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার সরাসরি পৌঁছে দেওয়া হয় ক্রেতার কাছে। ব্যবসার দিকটা অলোক সামলান। 

তিনি জানিয়েছেন, ‘নয়ডায় আমাদের দু’টো লোকেশন। একটা অফিস এবং একটা কারখানা। এখন ১২০ টা মেশিন রয়েছে। এছাড়াও স্থানীয় ১৫টি উৎপাদক সংস্থার সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছি।’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন