HomeBharatLoksabha election 2024: ভোটের কালি দেখালেই রেস্তোরাঁয় পাবেন ২০ শতাংশ ছাড়

Loksabha election 2024: ভোটের কালি দেখালেই রেস্তোরাঁয় পাবেন ২০ শতাংশ ছাড়

- Advertisement -

ভোটে দিলেই রেস্তরাঁর খাবারের ওপরে মিলবে ২০ শতাংশ ছাড়! এহেন খবর বাজারে রটতেই পড়ে গিয়েছে শোরগোল। শুধু মাত্র ভোট দেওয়ার কালি আঙুলে দেখালেই আপনি খাবারের ওপর পেয়ে যাবেন এই বিশেষ অফার। আসন্ন লোকসভা নির্বাচনে ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই নির্বাচন কমিশনের সঙ্গে হাত মিলিয়ে এই ঘোষণা করল উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট  অ্যাসোসিয়েশন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনের অধীনস্ত সমস্ত রেস্তোরাঁয় এই বিশেষ ছাড় পাওয়া যাবে। শুধুমাত্র আপনি যে ভোট দিয়েছেন, সেই আঙুলে কালির দাগ দেখালেই আপনার কেল্লাফতে। তবে এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। শুধুমাত্র ১৯শে এপ্রিল থেকে ২০ এপ্রিল রাত পর্যন্ত এই অফার পাওয়া যাবে।

   

সংবাদমাধ্যম সংস্থা মাধ্যম থেকে আরও জানা গিয়েছে, ” উত্তরাখণ্ডের হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন ও নির্বাচন কমিশন একটি মউ স্বাক্ষর করেছে। রাজ্যে ভোট শতাংশ বাড়ানোর উদ্দেশ্যেই এই অফার দেওয়া হয়েছে। অতিরিক্ত মুখ্য ইলেকটোরাল অফিসার বিজয় কুমাক যোগদান্দে এই বিষয়ে বলেছেন, ”রাজ্যে ভোট শতাংশ বাড়াতে একাধিক প্রতিষ্ঠান এগিয়ে আসছে। উত্তরাখণ্ড হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এই প্রস্তাবনা এনেছিল এবং নির্বাচন কমিশন এতে রাজি হয়েছে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular