
লখনউ: উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় ফের বড় সাফল্য পেল যোগী আদিত্যনাথের (Uttar Pradesh)নেতৃত্বাধীন পুলিশ। এক লক্ষ টাকা পুরস্কারঘোষিত কুখ্যাত অপরাধী তালিব ওরফে আজম খান পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে।
লখীমপুর খীরি এবং সুলতানপুর পুলিশের যৌথ অভিযানে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে ফেরার এই দুষ্কৃতীকে ঘিরে ফেলার পর সে পুলিশের দিকে গুলি চালায়, আত্মরক্ষায় পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুরুতর আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এই ঘটনা রাজ্যে অপরাধ দমনে যোগী সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।ঘটনার সূত্রপাত গত ৪ জানুয়ারি রাতে। গোপন সূত্রে খবর পেয়ে লখীমপুর খীরি পুলিশ এবং সুলতানপুরের লম্ভুয়া থানা এলাকায় যৌথ অভিযান চালায়। তালিব ওরফে আজম খান লখীমপুর খীরির বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় অপরাধ করে বেড়াচ্ছিল।
‘১০০০ বছর পর…’: সোমনাথের ওপর বারবার আঘাত, ভারতের লড়াই নিয়ে কলম ধরলেন মোদী
তার বিরুদ্ধে অন্তত ১৭টি মামলা রয়েছে, যার মধ্যে রয়েছে গুরুতর অপরাধ যেমন গ্যাংরেপ, ডাকাতি, খুনের চেষ্টা এবং অন্যান্য। এতগুলো মামলার কারণে পুলিশ তার মাথার দাম ঘোষণা করেছিল এক লক্ষ টাকা। লখীমপুর খীরিতে তার দাপট এতটাই ছিল যে স্থানীয়রা তার নাম শুনলেই ভয়ে কাঁপত। কিন্তু এবার আর পালাতে পারেনি সে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় তালিবকে ঘিরে ফেলা হলে সে প্রথমে গুলি চালায়।
তার কাছ থেকে উদ্ধার হয়েছে অস্ত্র এবং গোলাবারুদ। পুলিশের পালটা গুলিতে সে গুরুতর আহত হয়। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই অভিযানে পুলিশের কোনও সদস্য আহত হননি, যা যোগী পুলিশের প্রশিক্ষণ এবং দক্ষতার প্রমাণ। সুলতানপুরের পুলিশ সুপার এবং লখীমপুর খীরির কর্তারা যৌথভাবে এই সাফল্যের কথা জানিয়েছেন।যোগী আদিত্যনাথের সরকার ক্ষমতায় আসার পর থেকে উত্তরপ্রদেশে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অভিযান চলছে।
‘ঠোক দেঙ্গে’ নীতির অধীনে হাজার হাজার এনকাউন্টার হয়েছে, যাতে শত শত কুখ্যাত অপরাধী নিহত বা গ্রেফতার হয়েছে। এই নীতির ফলে রাজ্যে অপরাধের হার কমেছে, মাফিয়া রাজের অবসান ঘটেছে এমনটাই দাবি সরকারের।
তালিবের মতো দুষ্কৃতীরা যারা গণধর্ষণের মত জঘন্য অপরাধ করে সমাজে আতঙ্ক ছড়ায়, তাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ সাধারণ মানুষের মনে নিরাপত্তার ভাবনা জাগায়। বিশেষ করে মহিলা এবং শিশুদের নিরাপত্তার প্রসঙ্গে যোগী সরকারের এই অ্যাকশন মোড প্রশংসা কুড়োচ্ছে।










