মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা সাহায্য ঘোষণা যোগীর

লখনউ: মহাকুম্ভে ঘটে গিয়েছে মহা বিপদ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি কুম্ভে নিহতদের আর্থিক সাহায্য…

yogi adityanath give rs 25 lakh help for maha kumbh stampede

লখনউ: মহাকুম্ভে ঘটে গিয়েছে মহা বিপদ৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের৷ এই ঘটনায় শোকপ্রকাশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি কুম্ভে নিহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করলেন তিনি। বুধবার রাতেই মুখ্যমন্ত্রী জানান, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সেই সঙ্গে ১ লক্ষটাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে রেল৷ পাশাপাশি এই মর্মান্তিক ঘটনায় বিচারবিভাগীয় তদন্তও শুরু করার নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ৷ তিন সদস্যের টিম তৈরি করে তদন্ত শুরু করা হয়েছে৷ (yogi adityanath give rs 25 lakh help for maha kumbh stampede)

মহাকুম্ভ চলার মাঝে নতুন করে যাতে আর কোনও বিপত্তি না ঘটে, তার জন্য কড়া পদক্ষেপ করেছে যোগী সরকার৷ নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে৷ বুধবার  সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়, প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রায় ৬০৷ বিভিন্ন হাসপাতালে রেখে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। ডিআইজি (মহাকুম্ভ) বৈভব কৃষ্ণ জানিয়েছেন, ৩০ জন নিহতের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি৷ 

   

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যোগী নিজে বলেন, “অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। যে সকল পরিবার এই মর্মান্তিক ঘটনায় নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জানাই। গতকাল রাত থেকে আমরা ক্রমাগত প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। মহাকুম্ভে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি পুলিশ এবং অন্যান্য বাহিনীও মোতায়েন করা হয়েছে।”

বুধবার রাত ১ টা থেকে ২ টোর মধ্যে দুর্ঘটনাটি ঘটে। সঙ্গমের কাছে ভিড়ের চাপে  ব্যারিকেড ভেঙে যায়। দিশাহীন ভাবে সঙ্গমের দিকে এগোতে থাকে জনস্রোত৷  কে-কোনদিকে যাবেন, কোনও রকম দিকনির্দেশ ছিল না। কিছু বুঝতে না পেরে হঠাৎই হুড়োহুড়ি পড়ে যায়৷ সেই ভিড়ের চাপেই পদপিষ্ট হন বহু মানুষ।