“দেশভাগ ছিল ব্রিটিশদের গভীর চক্রান্ত”, লখনউতে অখণ্ড ভারতের ইতিহাস মনে করালেন যোগী

uttar-pradesh-sir-voter-list-fir-strict-action

লখনউ: ভারতের হাজার বছরের উত্তরাধিকার এবং অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে ফের একবার সরব হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার লখনউতে তাঁর সরকারি বাসভবনে একটি গ্রন্থপ্রকাশ অনুষ্ঠানে যোগী দাবি করেন, আজকের ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান, এই তিন ভূখণ্ডই আদতে প্রাচীন ‘ভারতবর্ষের’ অংশ ছিল। ব্রিটিশদের চক্রান্তের ফলেই দেশ ভাগ হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

হাজার বছরের উত্তরাধিকার ও ‘ভারতবর্ষ’

দেবেন্দ্র হাণ্ডার লেখা এবং মণীশ বর্মার অনুবাদ করা ‘আর্লি নর্থ ইন্ডিয়া অ্যান্ড ইটস কয়েনস’ (Early North India and its Coins) বইটির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। এই বইটিতে উত্তর ভারতের প্রাচীন মুদ্রা এবং ইতিহাসের নানা দিক তুলে ধরা হয়েছে। হিন্দুজা ফাউন্ডেশন সংকলিত এই বইটির প্রশংসা করে যোগী বলেন, “এটি কোনো সাধারণ বই নয়; এটি একটি দস্তাবেজ যা বিশ্বের চোখ খুলে দেবে। মহাভারত থেকে শুরু করে প্রাচীন ইতিহাস, সর্বত্রই ভারতবর্ষের মহিমা বর্ণিত হয়েছে। উত্তর হিমালয় থেকে দক্ষিণ সাগর পর্যন্ত বিস্তৃত এই ভূখণ্ডই ছিল মহান ভারতবর্ষ।”

   

ব্রিটিশ ষড়যন্ত্রের অভিযোগ yogi adityanath bharatvarsh statement

দেশভাগের ক্ষত নিয়ে পশ্চিমা বুদ্ধিজীবী এবং ব্রিটিশদের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পশ্চিমা পণ্ডিতরা সবসময় প্রচার করার চেষ্টা করেছেন যে ভারত কোনো একক রাষ্ট্র ছিল না। ১৯৪৭ সালে দেশভাগের মাধ্যমে ভারতের অবিচ্ছেদ্য অংশগুলিকে আলাদা করে দেওয়া হয়। ব্রিটিশরা ভারতকে তিনটি ভাগে ভাগ করার চক্রান্ত করেছিল যাতে তারা প্রমাণ করতে পারে যে ভারতীয়রা নিজেদের শাসন করতে জানে না।

যোগী আদিত্যনাথের কথায়, “তারা আমাদের দেশকে দুর্বল করতে চেয়েছিল, কিন্তু আমরা এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম।”

“ভারতবর্ষই হলো বৃহত্তর ভারত”

তিনি বর্তমান ভৌগোলিক সীমানা পেরিয়ে ইতিহাসের প্রেক্ষাপটে ভারতের পরিচিতি তুলে ধরেন। তাঁর মতে, “এই মাটি হলো হিন্দুদের ভূমি, এটিই হলো বৃহত্তর ভারত। আজকের পাকিস্তান ও বাংলাদেশ একসময় এই অখণ্ড ভারতের অংশ ছিল।” উত্তর ভারতের প্রাচীন মুদ্রাগুলি যে সেই অখণ্ড ঐতিহ্যেরই প্রমাণ, তা-ই এই বইটির মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে তিনি জানান।

Bharat: Pakistan and Bangladesh were part of Bharatvarsh, and the British conspired to divide India,” says UP CM Yogi Adityanath. During a book launch in Lucknow, he highlighted India’s 1000-year legacy and slammed Western misinformation on partition.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন