নয়াদিল্লি: অবিরাম বৃষ্টিপাতের জেরে দিল্লির বুক চিরে বয়ে চলা যমুনা নদী ফের বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। রবিবার দিল্লি সরকার এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদীর জলস্তর বিপদসীমার উপরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জলস্তর ২০৬ মিটার ছাড়িয়ে যেতে পারে
সেচ ও বন্যা নিয়ন্ত্রণ দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ অগাস্ট ভোররাত ২টার মধ্যে যমুনার জলস্তর ২০৬ মিটার ছাড়িয়ে যেতে পারে। ইতিমধ্যেই প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সমস্ত সংশ্লিষ্ট দফতরকে সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভারী বর্ষণে হাথনিকুন্ড ব্যারাজে প্রবল চাপ সৃষ্টি হওয়ায় এ মরসুমে প্রথমবার খোলা হয়েছে সব ক’টি (১৮টি) জলকপাট বা লকগেট। সেখান থেকে এক লক্ষ ষোল হাজার কিউসেক জল ছাড়ার ফলে দুই দিন পরেই সেই প্রবল স্রোত এসে পৌঁছবে দিল্লিতে। ফলে রাজধানীতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রবল হচ্ছে।
সোম নদীও ফুলেফেঁপে উঠেছে Yamuna crosses danger mark Delhi
অন্যদিকে, হরিয়ানার যমুনানগর ও সংলগ্ন হিমাচল প্রদেশে টানা বৃষ্টির জেরে সোম নদী ফুলেফেঁপে উঠেছে। রবিবার নদীর বাঁধ ভেঙে পড়ায় পানিৱালা-সহ বহু গ্রামে প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। ধনৌরা গ্রামে নদীর জল উপচে সেতুর উপর দিয়ে বইতে দেখা গিয়েছে, ফলে হরিয়ানার রণজিতপুর ও হিমাচল প্রদেশের মধ্যে যোগাযোগ বিপর্যস্ত হয়েছে।
হরিয়ানার পঞ্চকুলা, কুরুক্ষেত্র ও অম্বালা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে চণ্ডীগড়ে সুকনা হ্রদের জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছনোয় রবিবার খোলা হয় হ্রদের তিনটি বন্যা-নিয়ন্ত্রণ গেটের মধ্যে একটি। স্থানীয় প্রশাসন আগেভাগেই আশপাশের মানুষকে সতর্ক করে দিয়েছে।
দিল্লি থেকে হরিয়ানা, সর্বত্রই এই মুহূর্তে অস্বস্তি বাড়াচ্ছে যমুনা ও তার উপনদীগুলি। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই আশঙ্কা করছে প্রশাসন।
Bharat: Delhi’s Yamuna River is again nearing the danger mark as heavy rains in the catchment areas force the opening of all gates at Hathnikund Barrage. A flood warning is issued for the capital, with rising water levels also reported in Haryana’s Som River and Sukhna Lake.