প্রায় সাড়ে ১৫ হাজার ফুট উঁচুতে বিশ্বের উচ্চতম বুথ ভারতে, খুঁজে নিন আপনি

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম (Tashigang)। চারিদিকে চোখধাঁধানো সৌন্দর্য। আর তার মধ্যেই আছে বিশ্বের উচ্চতম বুথ। যার উচ্চতা ১৫ হাজার ২৫৬ ফুট। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি…

worlds-highest-polling-station-at-tashigang-in-himachal-pradesh

পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম (Tashigang)। চারিদিকে চোখধাঁধানো সৌন্দর্য। আর তার মধ্যেই আছে বিশ্বের উচ্চতম বুথ। যার উচ্চতা ১৫ হাজার ২৫৬ ফুট। ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার তাশিগাং (Tashigang) গ্রামে আছে এই বুথ। আগামী ১ জুন, শনিবার সপ্তম দফায় সেখানে নির্বাচন। এবার এই বুথটিকে মডেল পোলিং স্টেশন হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তাশিগাংয়ের এই বুথে মোট ভোটারের সংখ্যা ৬২। তাঁদের মধ্যে ৩৭ জন পুরুষ আর ২৫ জন মহিলা। সহকারি রিটার্নিং অফিসার রাহুল জৈন বলেন, তাশিগাং পোলিং স্টেশন সত্যিই স্পেশাল কারণ এটি বিশ্বের উচ্চতম বুথ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এই বুথ তৈরি করা হয়। সেবার ওই বুথে ১০০ শতাংশ ভোট পড়েছিল।

   

চিন সীমান্তের খুব কাছে অবস্থিত তাশিগাং এবং গিউ পোলিং বুথকে স্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই দুই ভোটকেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তারও বন্দোবস্ত করা হয়েছে।

India-China Conflict: সিকিম থেকে ঢিল ছোড়া দূরত্বে চিনা যুদ্ধবিমান মোতায়েন! আশঙ্কায় দিল্লি?

নির্বাচনী প্রক্রিয়ার জন্য ১৬৮ জন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এইআরটিসি এবং তিনটি টেম্পো ট্রাভেলার্স গাড়িতে ভোটকর্মীদের ওই এলাকায় পাঠানো হয়েছে।

জৈন স্পিতির বাসিন্দাদের ১ জুন পোলিং বুথে পৌঁছে বেশি সংখ্যায় ভোটদানের আবেদন জানিয়েছেন। রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে তিনি বলেছেন, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন করতে আপনাদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘প্রধানমন্ত্রীর পদমর্যাদাকে টেনে নীচে নামিয়েছেন মোদীজি’, বড় অভিযোগ মনমোহনের

সহকারি রিটার্নিং অফিসার রাহুল জৈন বলেন, ভোটপ্রক্রিয়া অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করার জন্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। ভোটকর্মীদের সামান্য ভুলের জন্য গোটা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে, তাই আধিকারিকদের তাঁদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে বিশেষভাবে সচেতন করা হয়েছে।

চূড়ান্ত মহড়ার পর দুর্গম স্পিতি উপত্যকার ২৯টি বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভোটকর্মীরা। এছাড়াও ১১টি পোলিং পার্টিকেও রিসার্ভে রাখা হয়েছে। এবার স্পিতিতে তিনটি পিঙ্ক বুথ গড়ে তোলা হয়েছে। এই বুথগুলি শুধুমাত্র মহিলা ভোটকর্মীদের দ্বারা পরিচালিত হবে।

ধ্যানস্থ হতে কেন বিবেকানন্দ রক-কেই বেছে নিলেন মোদী? জানুন আসল কারণ

স্পিতিতে এবার মোট ২৯টি পোলিং স্টেশন গড়ে তোলা হয়েছে। সেগুলিকে ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে। স্পিতিতে মোট ৮৫১৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৪৩৬৬ জন পুরুষ এবং ৪১৪৮ জন মহিলা।