Home Bharat ব্যাঙ্গালোর বিমানবন্দরে হঠাত্ কার উড়ো ফোন? বোমাতঙ্কে থমকে গেল পরিষেবা

ব্যাঙ্গালোর বিমানবন্দরে হঠাত্ কার উড়ো ফোন? বোমাতঙ্কে থমকে গেল পরিষেবা

ব্যাঙ্গালরুঃ ব্যাঙ্গালুরুর কেম্পেগৌড়া বিমানবন্দরে উড়ো ফোন। সেই ফোনে বিমানবন্দর কর্তৃপক্ষকে বলা হয় বিমানে একজন যাত্রী আছেন যার ব্যাগে বোমা রয়েছে। ফোন করেন এক তরুনী। ওই তরুনীর ফোন পেতেই নড়েচড়ে বসে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। ওই যাত্রী অর্থ্যাত এক যুবককে আটক করে নিরাপত্তা কর্মীরা। ওই ফোনের সূত্র ধরে আটক করা হয় ওই তরুনীকেও।

Advertisements

রথের দিন কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই প্লাস্টিক কারখানা

   

তাঁদের দু’জনকেই আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। অভিযুক্তের নাম ইন্দিরা রাজওয়ার। পুণেতে তাঁর বাড়ি। গত ২৬ জুন বিমানবন্দরের হেল্পলাইনে যোগাযোগ করেছিলেন তিনি। ফোন ধরার সঙ্গে সঙ্গে মিররাজা মেহেদি নামে এক জনের নাম করে ওই তরুণী জানান, বিমানবন্দরে বোমা নিয়ে প্রবেশ করছে তাঁর প্রেমিক। মুম্বইয়ের বিমানে তিনি চাপবেন। তড়িঘড়ি যেন ব্যবস্থা নেওয়া হয়। এই ফোন পেয়েই নড়েচড়ে বসেন নিরাপত্তা কর্মীরা। শুরু হয় জোর তল্লাশি।

বৃষ্টি মাথায় নিয়েই রথের রশিতে টান মমতার, ইসকনের রথযাত্রায় মুখ্যমন্ত্রী

কিছু ক্ষণের চেষ্টায় মিররাজাকে খুঁজে বারও করে ফেলেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। মেলে তাঁর কাছে একটি ব্যাগ। কিন্তু ব্যাগের চেন খুলে কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। টানা জিজ্ঞসাবাদের পর ওই তরুণী জানান, তিনি ফোন করেছিলেন যাতে প্রেমিককে আটকায় পুলিশ। তাঁদের ঝগড়া হয়েছিল। মন কষাকষি করে দু’জন দুটো আলাদা বিমানের টিকিট কেটেছিলেন।

খেলতে খেলতে পুকুরে ঝাঁপ! আগ্রায় একে একে তলিয়ে গেল ৪ শিশু

যদিও দু’জনের গন্তব্য ছিল মুম্বই। ঘটনাটি ঘটে গত ২৬ জুন। এই ঘটনার জন্য ওই তরুনীর বিরুদ্ধে স্থানীয় থানায় এফআইআর দায়ের করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারপর ওই অভিযোগের ভিত্তিতে তরুনীকে আটক করে পুলিশ।

Advertisements