Delhi: ২৬ জানুয়ারি গণধর্ষণের পর মহিলার চুল কাটল অভিযুক্তরা

সাধারণতন্ত্র দিবসের (Republic day) দিন ফের লজ্জা। সরকার যতই নিরাপত্তার আশ্বাস দিক, তা কাজে লাগল না। বিহার জুড়ে বেকারদের প্রবল বিক্ষোভের মাঝে রাজধানী নয়াদিল্লিতে (Delhi)…

Delhi: ২৬ জানুয়ারি গণধর্ষণের পর মহিলার চুল কাটল অভিযুক্তরা

সাধারণতন্ত্র দিবসের (Republic day) দিন ফের লজ্জা। সরকার যতই নিরাপত্তার আশ্বাস দিক, তা কাজে লাগল না। বিহার জুড়ে বেকারদের প্রবল বিক্ষোভের মাঝে রাজধানী নয়াদিল্লিতে (Delhi) লজ্জাজনক ঘটনা ঘটেছে। এক মহিলাকে অপহরণ, গণধর্ষণের পর চুল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির বিবেক বিহার এলাকায়।

পুলিশ জানিয়েছে, মহিলাকে অপহরণ, গণধর্ষণ ও অপমাণ করার অভিযোগে দিল্লি পুলিশ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে। অভিযুক্তের সঙ্গে ওই মহিলার ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা বলে অনুমান পুলিশের। অভিযোগ উঠেছে, নির্যাতিতার চুল কেটে, জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো হয়।

স্থানীয় সূত্রে খবর, ওই মহিলা বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। তাকে অনুসরণ করছিল প্রতিবেশী এক যুবক, যিনি পরে নভেম্বরে আত্মহত্যা করে মারা যান। যুবকের পরিবার ওই মহিলাকে আত্মহত্যার জন্য দায়ী করেছে।

Advertisements

আর ঘটনার কথা পুলিশকে জানায় মহিলার ছোট বোন। বর্তমানে ওই নারীকে কাউন্সেলিং করা হচ্ছে।
দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ব্যক্তিগত শত্রুতার জেরে এক মহিলার উপর যৌন নিগ্রহের একটি দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে শাহদারা জেলায়। পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে। ভিকটিমের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা ও কাউন্সেলিং করা হচ্ছে’।