বেঙ্গালুরু: ভোররাতে পিজির (PG) দরজা ভেঙে ঢুকে মহিলাকে যৌন নির্যাতন এবং লুটপাটের অভিযোগ উঠল এক ‘মুখোশধারী’-র বিরুদ্ধে। বেঙ্গালুরুর গঙ্গোত্রী সার্কেলের একটি পিজি (পেয়িং গেস্ট)-র দরজা ভেঙে ঢুকে ২৩ বছর বয়সী এক মহিলাকে যৌন নির্যাতন করা হয় বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, মহিলার ঘরে ঢোকার সময় সেই তলের অন্য সব ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় অভিযুক্ত। ঘুমের মধ্যে অপ্রীতিকরভাবে ছোঁয়া হয় বলে পুলিশে (Police) অভিযোগ দায়ের করেন মহিলা। পুলিশ জানিয়েছে, ঘরে ঢুকে ধারালো চাকু দিয়ে ভয় দেখিয়ে মহিলার পায়ে নখ দিয়ে চিড়ে দেয় মুখোশধারী (Masked man) অভিযুক্ত। তারপর আলমারি থেকে ২৫০০ টাকা নগদ নিয়ে চম্পট দেয়।
সিসিটিভি (CCTV) ফুটেজে মুখ-ঢাকা ওই ব্যক্তিতে শনাক্ত করে পুলিশ। ঘটনার তৎক্ষণাৎ পড়ে স্থানীয় সুদ্দাগুন্তেপাল্য থাকায় অভিযোগ দায়ের করেন তরুণী। পুলিশ জানিয়েছে, মহিলার বয়ানের ভিত্তিতে অনুপ্রবেশ, যৌন নির্যাতন সহ চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর স্বাভাবিকভানেই পিজির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
বেঙ্গালুরুর মত আইটি (IT Hub) হাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা কাজ করেন। তাঁদের মধ্যে অধিকাংশই নিরাপত্তা সহ অন্যান্য সুবিধার্থে পিজিতে থাকেন। তবে রাত দুপুরে সোজা ঘরে অনুপ্রবেশ এবং যৌন নির্যাতন, চুরির ঘটনায় মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। ঘটনায় পিজি মালিকের কোনও বয়ান জানা যায়নি। অভিযুক্তের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।