HomeBharatThe Kashmir Files: এবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা মহিলা কাশ্মীরি পণ্ডিত

The Kashmir Files: এবার জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা মহিলা কাশ্মীরি পণ্ডিত

- Advertisement -

ফের রক্তাক্ত হল কাশ্মীরের মাটি। আবারও জঙ্গিদের হাতে খুন হলেন এক কাশ্মীরি পণ্ডিত। মঙ্গলবার কুলগামের একটি স্কুলে ঢুকে এক মহিলা কাশ্মীরি পণ্ডিতকে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। মঙ্গলবার কুলগাম জেলায় এক হিন্দু স্কুল শিক্ষিকাকে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে।

পুলিশ জানিয়েছে, জম্মু অঞ্চলের সাম্বার ৩৬ বছর বয়সী রজনী বালা কুলগামের গোপালপোরা এলাকায় জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালালে আহত হন। এরপর ওই শিক্ষিকাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় যেখানে তিনি মারা যান। পুলিশ বলেছে যে এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত জঙ্গিদের শীঘ্রই চিহ্নিত করা হবে এবং নিরপেক্ষ তদন্ত করা হবে।

   

সম্প্রতি, মধ্য কাশ্মীরের বুদগাম জেলায় রাহুল ভাট নামে এক সরকারি কর্মচারীকে তার অফিসের ভিতরে জঙ্গিরা গুলি করে হত্যা করে, যার ফলে এই অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়।

টার্গেটেড কিলিংয়ের ক্রমবর্ধমান ঘটনার মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে। এদিকে মঙ্গলবার সকালে পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই জঙ্গিরর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular