বৌমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়তে চাইলেন শাশুড়ি, তারপর…

শাশুড়ি নিজের মায়ের মতই হয়ে উঠে বিয়ের পরে। কিন্তু সেই শাশুড়িই তাঁর পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে আগ্রহী হলেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে যৌন…

Uttar Pradesh

শাশুড়ি নিজের মায়ের মতই হয়ে উঠে বিয়ের পরে। কিন্তু সেই শাশুড়িই তাঁর পুত্রবধূর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে আগ্রহী হলেন। শুধু তাই নয়, তাঁর সঙ্গে যৌন সম্পর্ক গড়তে রীতিমতো চাপ দেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু বউমা সেই সম্পর্কে আগ্রহী না হওয়ায় তাঁর উপরে নেমে আসে চরম ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁকে একটি ঘরে দীর্ঘদিন আটকে রাখা হয় বলে অভিযোগ, শুধু তাই নয় তাঁকে ব্লেড দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ।

একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, ২০২২ সালে গাজিপুর জেলার অলোক উপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অভিযোগকারিণীর। বিয়ের পর থেকেই শুরু হয় নির্যাতন। নির্যাতিতা জানিয়েছেন, তাঁর শাশুড়ি তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। বাধা দেওয়ায় চড়াও হয়েছিলেন ব্লেড নিয়ে। তার পর মহিলার হাতে আঘাত করতে থাকেন। পাঁচটি বড় বড় ক্ষত তৈরি হয়েছিল ধারালো ব্লেডের কোপে। সেলাই পড়েছিল।

Advertisements

এখানেই শেষ নয়, তাঁর অভিযোগের ফিরিস্তি দীর্ঘ। তাঁকে একটা ঘরে আটকে রাখা হত। তাঁর পোশাক কেড়ে নিয়ে একই পোশাকে দিনের পর দিন থাকতে বাধ্য করা হত। সেই সঙ্গে পণের জন্য দেওয়া হত চাপ। চলত অকথ্য নির্যাতন। ২০২৩ সালে ওই গৃহবধূ এক পুত্রসন্তানের জন্ম দেন। এর পরই অশান্তি চরমে ওঠে। আরও জানা গিয়েছে যে, স্বামী ও শাশুড়িই নয়, ননদও অত্যাচার করত বলে অভিযোগ করেছেন যুবতী। চলতি মাসের শুরুতে শ্বশুরবাড়ির তরফে ফের যোগাযোগ করা হয়। বলা হয়, তারা সব মিটমাট করে নিতে রাজি। কিন্তু গত ৭ জুন তাঁরা শ্বশুরবাড়িতে কথা বলতে গেলে, ফের অশান্তি হয়। এরপরই তারা পুলিশে অভিযোগ জানান।