জিপ থেকে ছিটকে গন্ডারের সামনে মা-মেয়ে! কাজিরাঙার হাড়হিম করা ভিডিয়ো ভাইরাল

গুয়াহাটি: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত৷ সেই গন্ডার দেখতে গিয়েই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। বাগড়ি রেঞ্জে জিপ সাফারির সময় একশৃঙ্গ গন্ডারের মুখের…

woman and daughter fall before rhino

গুয়াহাটি: অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত৷ সেই গন্ডার দেখতে গিয়েই ঘটে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। বাগড়ি রেঞ্জে জিপ সাফারির সময় একশৃঙ্গ গন্ডারের মুখের সামনে পড়ে গেলেন এক মা ও তাঁর মেয়ে৷ গাড়ি থেকে ছিটকে গন্ডারের সামনে পড়েন তাঁরা! ভাগ্যের জোরে বাঁচলেন দু’জনে। এই হাড়হিম করা ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। চাঞ্চল্য ছড়িয়েছে নেটাগরিকদের মধ্যে৷ (woman and daughter fall before rhino)

কাজিরাঙায় জঙ্গল সাফারি woman and daughter fall before rhino

একশৃঙ্গ গন্ডারের টানে প্রতি বছর বহু পর্যটক কাজিরাঙায় জঙ্গল সাফারি করতে যান। তেমনই একটি পর্যটকদের দল জঙ্গল সাফারি করছিল। তিনটি পর্যটকের গাড়ি জঙ্গলের মধ্যে যাওয়ার সময় আচমকই ঘটে বিপত্তি৷ বাঁক নেওয়ার সময় গাড়ি থেকে পড়ে যান ওই মহিলা ও তাঁর একরত্তি মেয়ে। সামনে দাঁড়িয়ে একশৃঙ্গ গন্ডার। বিপদের আঁচ পেয়ে ভয়ে চিৎকার করে ওঠেন বাকি পর্যটকেরা। হইহট্টোগোল শুনে গন্ডারটি অন্য দিকে চলে যায়।

   

বাঁক নিতে গিয়ে বিপদ woman and daughter fall before rhino

ভিডিয়োতে দেখা গিয়েছে, বেশ কয়েকটি গন্ডার নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে৷ পিছন থেকে পর পর এগিয়ে আসছে তিনটি সাফারি গাড়ি। বাঁক নেওয়ার সময় ওই মহিলা ও তাঁর মেয়ে মাটিতে পড়ে যেতেই চিৎকার শুরু করেন দুজন। বাচ্চাটিও ভয়ে কাঁদতে শুরু করে। কিন্তু তাঁদের উদ্ধার করার জন্য কোনও গাড়ি এগোতে পারেনি৷ একটি গাড়ি কাছাকাছি এগোতে গেলে সেটি লক্ষ্য করে একটি গন্ডার তেড়ে আসে৷ যা দেখে তৃতীয় জিপটি পিছু হঠতে বাধ্য হয়৷ সৌভাগ্যক্রমে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান মা ও মেয়ে৷ তারা দ্রুত গন্ডারদের থেকে নিরাপদে সরে গিয়ে জিপে উঠে পড়েন৷

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, গণ্ডারটি অত্যন্ত ক্ষিপ্র এবং আগ্রাসী ছিল, তবে মা-মেয়ের দ্রুত সাড়া দেওয়ার কারণে তারা বড় বিপদের হাত থেকে রক্ষা পান। ঘটনার তদন্ত শুরু করেছে কাজিরাঙা কর্তৃপক্ষ৷ পর্যটকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে৷ 

Bharat: Thrilling incident in Kaziranga National Park. A mother and daughter fall in front of a one-horned rhino during a jeep safari. Both escape unhurt. The shocking video goes viral on social media.