‘গানপয়েন্টে’ মহিলাকে অপহরণ করে গণধর্ষণ! গ্রেফতার ২

বিহারের পাটনা জেলার একটি রেলস্টেশনের কাছ থেকে এক মহিলাকে গানপয়েন্টে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ স্টেশনের…

'গানপয়েন্টে' মহিলাকে অপহরণ করে গণধর্ষণ! গ্রেফতার ২

বিহারের পাটনা জেলার একটি রেলস্টেশনের কাছ থেকে এক মহিলাকে গানপয়েন্টে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ২। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ১১.৩০ নাগাদ স্টেশনের কাছে অপেক্ষা করছিলেন এক মহিলা। মোটরসাইকেলে দুজন এসে মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে অপহরণ করে স্টেশনের কাছেই একটি ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ (Gangrape) করে বলে জানিয়েছেন মহিলা।

ধর্ষকদের হাত থেকে ছাড়া পেয়ে কোনক্রমে মহিলা এলাকার টহলদারির দায়িত্বে থাকা পুলিশের সমস্ত ঘটনা জানান। পাটনা রুরাল পুলিশ সুপার বিক্রম সিহাগ বলেন, “মহিলার বয়ান শোনার সঙ্গে সঙ্গে একদল তদন্তকারীদের ওই দুই অভিযুক্তের সন্ধানে পাঠানো হয়।” ধর্ষিতা পুলিশকে ঘটনাস্থল বলতে না পারায় প্রজুক্তিগত নজরদারি এবং জিজ্ঞাসাবাদের সাহায্যে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে সোনু কুমার যাদব ওরফে সোনু সানাটা এবং নিরঞ্জন নামক দুই ধর্ষণকারীকে আটক করে।

   

পুলিশ সুপার বলেন, “পুলিশদের দেখে তৎক্ষণাৎ পালানোর চেষ্টা করে ওই দুই অভিযুক্ত। তবে তাদের ঘটনাস্থলেই পাকরাও করেন তদন্তকারীরা।” পুলিশ সুপার বিক্রম সিহাগ জানিয়েছেন, পুলিশের অপরাধীদের তালিকায় নাম রয়েছে স্থানীয় সোনু কুমারের। ফাতুয়া, বাঢ়, খুসরুপুর এবং জাক্কানপুর থানায় সোনুর নামে আটটি কেস রয়েছে বলে জানা গিয়েছে। বহুদিন ধরেই পাটনার (Patna) আশেপাশে তোলাবাজি, শারীরিক নির্যাতন সহ একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিল সোনু।

Advertisements

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সম্প্রতি জমির দালালি সহ তোলাবাজির কাজের সঙ্গেও যুক্ত হয়েছিল অভিযুক্তরা। পুলিশ সুপার বলেন, “জমির দাদাল সেজে বভু মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা তুলত সোনু। যদি ওদের জুলুমের শিকার কোনও ব্যক্তি পুলিশকে কনন্তথ্য দেয় তাহলে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পথ অবলম্বন করব”।