‘কিংমেকার’ হলে কি জোট বাঁধবেন পিকে? স্পষ্ট করলেন নিজের অবস্থান

bihar-elections-early-trends-prashant-kishors-party-finds-limited-success

পাটনা: বিহার ভোটে কার পাশে পিকে? ভোটকুশলী তথা জন সুরজ দলের প্রধান প্রশান্ত কিশোর (Prasharnt Kisore PK) জোট-রাজনীতি নিয়ে একাধিকবার নিজের অবস্থান স্পষ্ট করলেও, জল্পনা যেন কাটছে না। তাই এবার কাগজে লিখেই নিজের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা উল্লেখ করলেন প্রশান্ত কিশোর।

Advertisements

শনিবার পাটনার একটি অনুষ্ঠানে পিকে সাফ সাফ জানালেন, ভোটের আগে বা পরে, কোনও দলের সঙ্গেই জোট করবেন না তিনি। বলা বাহুল্য, এনডিএ, মহাগাঁঠবন্ধনের পাশাপাশি এবার পিকের দল বিহারের নির্বাচনের ময়দানে নামতে চলেছে। দুই জোট পক্ষের সঙ্গে একাই প্রতিদ্বন্দ্বিতা করছে জন সুরজ পার্টি (Jan Suraaj Party)। আসন্ন নির্বাচনে ২৪৩ টি আসনের মধ্যে দল কয়টি আসন জিতবে বলে মনে হয়? প্রশ্ন করা হলে পিকে বলেন, হয় ১০-এর কম, নয়ত ১৫০-র বেশি।

   

‘কিংমেকার’ হলে জোট বাঁধবেন কি?

নির্বাচনের পর জন সুরজ যদি ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হয়, তাহলে কি পিকে (Prasharnt Kisore PK) অন্য দলের সঙ্গে জোট বাঁধতে পারেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এই পক্ষ-ওই পক্ষের রাজনীতি করি না। যদি জনগণ আমাদের ম্যান্ডেট না দেয়, আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমি আপনাকে লিখিতভাবে এটি দিতে পারি, ভোটের আগে বা পরে কোনও জোট নয়।”

Advertisements

‘ভাঙা ম্যান্ডেট’ হলে কি জোট গঠনের কথা বিবেচনা করবেন?

যদি বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল ‘ভাঙা ম্যান্ডেট’ বা কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা না পেলে কি জোট গঠনের কথা বিবেচনা করবেন? প্রশ্নের উত্তরে পিকের (Prasharnt Kisore PK) সাফ জবাব, “যদি এমন পরিস্থিতি আসে তাতেও আমাদের ছাড়া সরকার গঠন করা সম্ভব হবে না। আমি জানি মানুষ পাল্টি খাবে। আমি তাদের থামাতে পারব না”।

উল্লেখ্য, ভোটকুশলী পিকে এবার রাজনীতিক হিসেবে ময়দানে নেমেছেন। যদিও নিজে কোনও আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন না জন সুরজ প্রমুখ। এর অনুভূতি নিয়ে পিকে বলেছিলেন, “এখানেও আমি অন্যদেরকেই লড়াচ্ছি। পার্থক্য শুধু এটাই যে এখানে নিজের হাতে দল তৈরি করেছি।”