লোকাল হোক বা দূরপাল্লা- ট্রেনে (Indian Railways) তো চড়েছেন। নিশ্চই লক্ষ্য করেছেন ট্রেনের কামরার গায়ে লেখা রয়েছে ৫ সংখ্যার নম্বর। প্রতিটি কামরার গায়েই লেখা নম্বর! জানেন কেন এই নম্বরগুলো ট্রেনের প্রতিটি কামরার গায়ে লেখা থাকে?
আসলে এই নম্বরগুলো হল সংকেত। রোজ দেশজুড়ে চলাচল করে হাজার হাজার ট্রেন। এই পাঁচ সংখ্যার নম্বর দেখেই ট্রেনের সংশ্লিষ্ট কামরার বয়স ও শ্রেণি (এসি, স্লিপার নাকি জেনারেল কামরা) শনাক্ত করা যায়।
ট্রেনের কামরার গায়ে লেখা ৫ সংখ্যার কোডে প্রথম দু’টি সংখ্যার মাধ্যমে বোঝা যায়, কোন বছরে কামরাটি তৈরি হয়েছে। পরের তিনটি সংখ্যার মাধ্যমে জানা যায়, কামরাটি কোন শ্রেণির।
এইবার মাতৃভূমি লোকালে ওঠার ছাড়পত্র পেলেন পুরুষেরা! জানুন নিয়ম
যেমন ধরা যাক, কোনও ব্যক্তি ট্রেনের যে কামরায় যাচ্ছেন, তার গায়ে লেখা ২৩৩৫৮। তাহলে বোঝায় য়ে, ট্রেনের ওই কামরাটি ২০২৩ সালে তৈরি হয়েছে। আর সেই কামরাটির শ্রেণি, স্লিপার।
কামরার গায়ে লেখা পাঁচ সংখ্যার নম্বরে শেষ তিনটি সংখ্যায় যদি ০০১ থেকে ০২৫ হয় তাহলে বুধতে হবে সেটি এসি ফার্স্ট ক্লাস। ১০১ থেকে ১৫০ সংখ্যার হলে বোঝায় এসি ৩ টায়ারের জন্য। ১৫১ থেকে ২০০ হলে বোঝায় সেই কামরা চেয়ার কারের জন্য। ২০১ থেকে ৪০০ সংখ্যা হলে বোঝায় তা স্লিপার ক্লাসের জন্য। ৪০১ থেকে ৬০০ হলে জেনারেল কোচ এবং ৬০১ থেকে ৭০০ হলে তা সেকেন্ড ক্লাস কোচ বোঝায়।
যদি কোনও ট্রেন কামরার শেষের তিনটি সংখ্যা ৮০০ বা তার বেশি হয়, তবে তা মেইল, জেনারেটর বা প্যান্ট্রি কারকে বোঝায়।