দেশজুড়ে লোকসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। শাসক থেকে বিরোধী, ভোটের প্রচারে কোনওরকম খামতি রাখছে না কেউ। যদিও এরই মাঝে একটি বড় প্রশ্ন প্রকাশ্যে উঠে এল, আর তা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র বিকল্প কে? আর এই প্রশ্নের জবাব দিলেন কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)।
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকল্প কে হতে পারেন, এই প্রশ্ন অযৌক্তিক। তিনি বলেন, ‘আমরা কোনো একটি দল বা জোট ছাড়া অন্য কোনো ব্যক্তিকে নির্বাচিত করি না।’ শশী থারুর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে লেখেন, “আরও একবার একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করলেন যে প্রধানমন্ত্রী মোদীর বিকল্প কে হতে পারেন? আমার মতে সংসদীয় ব্যবস্থায় এ প্রশ্ন অযৌক্তিক। আমরা কোনো একটি ব্যক্তিকে নির্বাচন করি না, বরং একটি দল বা জোটকে নির্বাচিত করি। প্রধানমন্ত্রীর বিকল্প যাই হোক না কেন, তিনি হবেন একজন অভিজ্ঞ, যোগ্য এবং বৈচিত্র্যময় ভারতীয় নেতা, যিনি মানুষের সমস্যার প্রতি প্রতিক্রিয়াশীল এবং তাঁর ব্যক্তিগত অহংকার থাকবে না।”
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচন একটি গৌণ বিবেচনা। তারা কাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন, সেটাই এখন দেখার বিষয়।’
Yet again a journalist has asked me to identify an individual who is the alternative to Mr Modi.
The question is irrelevant in the Parliamentary system. We are not electing an individual (as In a presidential system), but a party, or coalition of parties, that represents a set…
— Shashi Tharoor (@ShashiTharoor) April 3, 2024