তৃতীয়বারের জন্য মোদী মসনদে বসলে কোন শেয়ারের দাম বাড়বে, জেনে নিন তথ্য

লোকসভা ভোটের সপ্তমদফা ভোট রয়েছে আগামী শনিবার। সপ্তম দফার শেষ ভোটগ্রহণের পরেই আর মাত্র তিনদিন। তারপরেই জানা যাবে, কে হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞ মহলের মতে…

share market

লোকসভা ভোটের সপ্তমদফা ভোট রয়েছে আগামী শনিবার। সপ্তম দফার শেষ ভোটগ্রহণের পরেই আর মাত্র তিনদিন। তারপরেই জানা যাবে, কে হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। বিশেষজ্ঞ মহলের মতে নরেন্দ্র মোদী যদি তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসেন তাহলে শেয়ার মার্কেটের সূচক একলাফে অনেকটাই বেড়ে যাওয়ার কথা। শুধু তাই নয় বিজেপি যদি ম্যাজিক ফিগার ক্রশ করে ৪০০ আসনের কাছাকাছি যেতে পারে তাহলে কিছু শেয়ারে আপনি তুমুল মুনাফা লুটতে পারেন। আবার যদি কোনও কারণে বিজেপি হেরে যায় তাহলে কিন্তু চরম ক্ষতির মুখেও পড়তে হতে পারে।

একটি সর্ববভারতীয় ব্যবসায়িক পোর্টালের মতে, গত এক বছরে এই বিশেষ সংস্থাগুলির শেয়ারগুলির দাম ৬৪ থেকে ৪৮০ শতাংশ পর্যন্ত বেড়েছে। নিফটি এই সময়কালে বেড়েছে প্রায় ২৫ শতাংশ। ব্রোকারেজ সংস্থা মতিলাল ওসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসের প্রধান রামদেও আগরওয়াল দাবি করলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরলে প্রতিরক্ষা, পরিকাঠামো, রেল ও মূলধনী পণ্য সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়তে পারে। আরও বলা হয়েছে যে, সরকার এই সমস্ত ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছে। যদি এই সরকার ফিরে আসে। তারা আরও বেশি জোর দিয়ে এই সব ক্ষেত্রকে শক্তিশালী করতে মাঠে নামবে।

   

আবার অন্যদিকে কোনও কারণে ক্ষমতাসীন বিজেপি সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, তাহলে তা শেয়ার বাজারের জন্য ভয়ঙ্কর হতে পারে। সেই সময় বাজারে অনেকটা বেশি কারেকশন হবে। কারণ বিনিয়োগকারীরা আগে থেকেই আশা করে আছেন যে সরকারের নীতির ধারাবাহিকতা বজায় থাকবে ভোটের ফলাফলের পরেও। শুধু তাই নয় তিনি আরও দাবি করেন, নির্বাচনের পরে বাজেটে দেশের মূলধনী লাভ কর ব্যবস্থায় যদি কোনও পরিবর্তন আনা হয়, তাহলেও শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্থ হতে পারে।