HomeBharatইশিবা এবং জিংপিং-এর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করবেন নরেন্দ্র মোদী?

ইশিবা এবং জিংপিং-এর সঙ্গে কোন কোন বিষয়ে আলোচনা করবেন নরেন্দ্র মোদী?

- Advertisement -

নয়াদিল্লি: ভারত-চিন সম্পর্কের নয়া মোড়কে কেন্দ্র করে জল্পনা অব্যাহত। এরই মধ্যে মঙ্গলবার  প্রধানমন্ত্রীর জাপান সফরের কথা ঘোষণা করলেন বিদেশসচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)। জাপানে আগামি ২৯-৩০ আগস্ট ১৫ তম ভারত-জাপান বার্ষিক অধিবেশনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার (Shigeru Ishiba) সঙ্গে সাক্ষাৎ করবেন নরেন্দ্র মোদী। জাপানের অষ্টমতম সফরে এই প্রথম বার্ষিক অধিবেশনে ইশিবার সঙ্গে সাক্ষাৎ করতে চলেছেন তিনি।

এই সফরে দুই দেশের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব যেমন, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং আবিষ্কার-গবেষণা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও আঞ্চলিক এবং বিশ্বব্যাপী নানান বিষয় সহ দুই দেশের মানুষের মধ্যে আদানপ্রদানের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই সফরের ফলে ভারত-জাপান সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক।

   

উল্লেখ্য, এই বৈদেশিক সফরের দ্বিতীয় ভাগে রাষ্ট্রপতি শি জিংপিং (Xi Jinping)-এর আমন্ত্রণে চিনেও যাবেন নরেন্দ্র মোদী। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর তিয়াজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) অধিবেশনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই অধিবেশনের পাশাপাশি উপস্থিত নেতৃত্বদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও বসতে পারেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) সদস্য হয় ভারত। এছাড়াও ২০২২-২৩ সালে ভারত কাউন্সিলের প্রতিনিধিত্বও করে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular