HomeBharatসৌদি-পাকিস্তান নিরাপত্তা চুক্তির পর কি বলল ভারতের বিদেশমন্ত্রক?

সৌদি-পাকিস্তান নিরাপত্তা চুক্তির পর কি বলল ভারতের বিদেশমন্ত্রক?

- Advertisement -

নয়াদিল্লি: বৃহস্পতিবার নিরাপত্তা, ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সৌদির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে পাকিস্তান (Pakistan)। বুধবার সৌদির রাজা মহম্মদ বিন সলমনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকের পর জানানো হয়, “সৌদি বা পাকিস্তানের মধ্যে কোনও একটি দেশের উপর আক্রমণ উভয় দেশের উপরেই আক্রমণ হিসেবে বিবেচিত হবে”। এই নিয়ে শুক্রবার প্রতিক্রিয়া জানাল ভারত।

শুক্রবার ভারতের বিদেশমন্ত্রকের (MEA) তরফে বলা হয়, পাকিস্তানের সঙ্গে হওয়া চুক্তির ফলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভুলবে না সৌদি বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এদিন সাপ্তাহিক প্রেস ব্রিফিং-এ বলেন, “ভারত এবং সৌদি আরবের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব রয়েছে যা গত কয়েক বছরে যথেষ্ট গভীর হয়েছে। আমরা আশা করি, পাকিস্তানের সঙ্গে হওয়া সাম্প্রতিক চুক্তি হওয়া সত্ত্বেও ভারত এবং সৌদির এবং সংবেদনশীলতাগুলিকে মাথায় রাখবে রিয়াধ”।

   

উল্লেখ্য, বৃহস্পতিবারই বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার ক্ষেত্রে সৌদি-পাকিস্তানের হাত মেলানোর সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখব।” জয়সওয়াল আরও জানান, সৌদি (Saudi Arab) এবং পাকিস্তান নিরাপত্তার বিষয়ে চুক্তিবদ্ধ হতে চলেছে এই নিয়ে সাউথ ব্লকের কাছে আগে থেকেই তথ্য ছিল।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে প্রধানমন্ত্রীর রিয়াদ সফরের সময় পহেলগামে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছিল সৌদি আরব। সন্ত্রাসবাদের নিন্দা করে বিশ্বের সব রাষ্ট্রকে অন্য দেশের বিরুদ্ধে সন্ত্রাস ছড়ানো বন্ধ করা, সন্ত্রাসের অবকাঠামো ধ্বংস এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছিল ভারত এবং সৌদি।

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর

Most Popular

Recent Comments