মৃত্যুর আগের মুহূর্তে চিকিৎসকদের কি বলেছিল নিক্কি?

নয়াদিল্লি: নিক্কি হত্যাকাণ্ডে একের পর এক নয়া তথ্য উঠে আসছে। নয়ডার ২৮ বছর বয়সী ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ নিক্কি ভাটিকে জীবন্ত পুড়িয়ে মারার নৃশংস ভিডিও ভাইরাল…

মৃত্যুর আগের মুহূর্তে চিকিৎসকদের কি বলেছিল নিক্কি?

নয়াদিল্লি: নিক্কি হত্যাকাণ্ডে একের পর এক নয়া তথ্য উঠে আসছে। নয়ডার ২৮ বছর বয়সী ‘সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার’ নিক্কি ভাটিকে জীবন্ত পুড়িয়ে মারার নৃশংস ভিডিও ভাইরাল হয়। দেহের ৮০ শতাংশ পুড়ে গেলেও ২১ আগস্ট হাসপাতালে নিয়ে যাওয়ার পরেও কথা বতে পারছিলেন নিক্কি। সেইসময়ই হাসপাতালে ‘চাঞ্চল্যকর’ বয়ান দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

মৃত্যুর ঠিক আগের মুহূর্তে নিক্কি বলেন, শ্বশুরবাড়িতে ‘সিলিন্ডার ফেটে আগুন লেগেছিল’ বলে দাবী করেছেন হাসপাতালের ডাক্তার, নার্স সহ এক কর্মী। সিসিটিভি ফুটেজে হাসপাতালের বাইরে নিক্কির শ্বশুর, শাশুড়ি, এক প্রতিবেশী এবং কাঞ্চনের স্বামীকে একটি গাড়ি থেকে নামতে দেখা যায়। যদিও শ্বশুরবাড়িতে সিলিন্ডার ফাটার কোনও নমুনা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে হাসপাতালে এই বয়ান দিতে নিক্কিকে বাধ্য করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

   
Advertisements

গ্রেটার নয়ডার বাসিন্দা দুই ভাই বিপিন এবং দেবেন্দ্রর সঙ্গে বিয়ে হয় দুই বোন নিক্কি এবং কাঞ্চনের। পণের দাবিতে স্বামী সহ নিক্কিকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। পুলিশ বিপিন ভাটি, তার মা দয়া, বাবা সত্যবীর এবং ভাই রোহিতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩ ধারা (হত্যা), ১১৫(২) ধারা (স্বেচ্ছায় আঘাত) এবং ৬১(২) ধারা (অপরাধমূলক ষড়যন্ত্র) অধীনে মামলা দায়ের করেছে। চারজনকেই গ্রেফতার করা হয়েছে। নিক্কির বাবা ভিখারি সিং পায়লা বলেন, “তারা আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করেছে এবং হত্যা করেছে।