HomeBharat'ওরা ঈর্ষান্বিত', মোদীর রাশিয়া সফরে পশ্চিমী দুনিয়াকে এক-হাত ক্রেমলিনের!

‘ওরা ঈর্ষান্বিত’, মোদীর রাশিয়া সফরে পশ্চিমী দুনিয়াকে এক-হাত ক্রেমলিনের!

- Advertisement -

তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিন দিনের সফরে যাচ্চেন ‘বন্ধু’ দেশ রাশিয়ায়। তারপর যাবেন অস্ট্রিয়া। ভূ-রাজনীতির প্রেক্ষিতে মোদির রাশিয়া-অস্ট্রিয়া সফরে নজর রেখেছে পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা। যা নিয়েই পশ্চিমী দুনিয়াকে কটাক্ষ ছুড়ে দিয়েছে মস্কো। ক্রেমলিংয়ের মুখপাত্রের দাবি, ‘মোদীর সফরে ওরা ঈর্ষান্বিত’।

সোমবার দু’দিনের সফরে মস্কোর পথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেবেন ২২তম ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে। সম্মেলনের বাইরে একাধিক বিষয়ে পুতিনের সঙ্গে কথা হওয়ার সম্ভাবনা তাঁর। ৯ জুলাই রুশ প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকবেন মোদী। সেইসঙ্গে প্রেসিডেন্টের মূল কার্যালয়, যেখান থেকে গোটা দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়ে থাকে সেই ক্রেমলিনেও তিনি যেতে পারেন। তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার কৃতিত্বকে উদযাপন করতে তাঁর এই সফরে বিশেষ আয়োজন করেছেন পুতিন। রয়েছে মোদীর জন্য বিশেষ নৈশভোজ।

   

ভারতীয় প্রধানমন্ত্রীর মোদীর এই সফর নিয়ে যথেষ্ট আশাবাদী ক্রেমলিন। এ নিয়ে দেশের এক টেলিভিশনে সাক্ষাৎকার দিতে গিয়ে আমেরিকা-সহ পশ্চিমী দুনিয়াকে একহাত নিয়ে রুশ প্রশাসনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে, ‘ওরা তো ভারতের প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে ঈর্ষান্বিত। আর আমাদের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফর। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক তাৎপর্যপূর্ণ বিষয়ে সবিস্তারে আলোচনা এবং তাতে দু’দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমরা আশাবাদী।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular