বর-কনে ছাড়াই বিয়ের আসর, টিকিট কেটে মেতে উঠুন ভুয়ো-ওয়েডিং পার্টিতে

‘বিয়েবাড়ি’ (wedding party) কথাটা শুনলেই প্রত্যকের মনের মনিকোঠায়া সুপ্ত আনন্দ জেগে ওঠে। মনে মনেই ভাবনা শুরু হয় কোন পোশাক পড়ব, কীভাবে সাজুগুজু করব। আত্মীয়স্বজন-বন্ধবান্ধব নিয়ে…

wedding-ceremony-without-bride-and-groom-buy-tickets

‘বিয়েবাড়ি’ (wedding party) কথাটা শুনলেই প্রত্যকের মনের মনিকোঠায়া সুপ্ত আনন্দ জেগে ওঠে। মনে মনেই ভাবনা শুরু হয় কোন পোশাক পড়ব, কীভাবে সাজুগুজু করব। আত্মীয়স্বজন-বন্ধবান্ধব নিয়ে কতই না মজা! কিন্তু সে দিনটির অপেক্ষা করতে করতে কোনদিক দিয়ে যে কেটে যায় সময়গুলো তা বুঝে ওঠা যায় না। নিত্যদিনের কাজের চাপে ভুলেই যেতে হয় সেই সাজিয়ে রাখা দিনগুলোর কথা। আবার অনেক সময় এমনও দেখা যায় যে, আপনার বন্ধুটি বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন, কিন্তু আপনার কপালে জোটেনি সেই নিমন্ত্রণ। এখন আর এনিয়ে বিশেষ, ভাবার প্রয়োজন নেই। কারণ বর-কনে না থাকলেও এবার পৌঁছে যেতে পারবেন বিয়ে বাড়ি।

Advertisements

সম্প্রতি দিল্লির একটি রেস্তরাঁর ছাদে আয়োজন করা হয়েছিল ‘ভুয়ো’ বিয়ের অনুষ্ঠান। সেই ভিডিও ভাইরাল হতেই চমকে উঠেছিলেন সকলেই। ভিডিওতে দেখা গিয়েছে, বিবাহের মতো সামাজিক রীতির আচারকে তোয়াক্কা না করেই এখন আপনি শুধুমাত্র আনন্দ উপভোগের জন্য অংশ নিতে পারবেন এই ধরনের ভুয়ো ওয়েডিং পার্টিতে। আর দশটা বিয়ের অনষ্ঠানের মতোই এই বিয়েতে থাকবে সমস্ত আয়োজন। তবে এই অনুষ্ঠানের একটা বিশেষ দিক রয়েছে। এখানে মূল চরিত্র বর-কনেকেই পাওয়া যাবে না। পাশ্চাত্য দেশগুলির মতো ভারতেও চালু হয়েছে ‘ফেক ওয়েডিং’ পার্টি। ভাইরাল হওয়া ভিডিও থেকে দিল্লির ফেক ওয়েডিং পার্টি এখন আলোচনার শীর্ষে রয়েছে।

   

দিল্লিতে আয়োজিত ওই ফেক ওয়েডিং পার্টির নাম রাখা হয়েছিল ‘জুম্মা কি রাত’। এই ওয়েডিং পার্টিতে ছিল রকমারি খাওয়ার থেকে শুরু করে ডিজে- সবটাই। জানা যাচ্ছে, কয়েকশো অতিথি হাজির হয়েছিলেন এই ভুয়ো বিয়ের অনুষ্ঠানে। এবার থেকে আপনিও অংশ নিতে পারেন এই ধরনের ফেক ওয়েডিং পার্টিতে। এর জন্য ‘Book my show’- এ টিকিট বুকিং করলেই ল্যাটা চুকে যাবে। যে দিনে যেতে চাইছেন সেই তারিখটি নির্বাচন করে কেটে ফেলুন টিকিট, আর বিয়েবাড়ির সমস্ত উল্লাস নিয়ে উপভোগ করে আসুন পার্টিটি।