ফলপ্রকাশে অনিশ্চয়তা, হাই কোর্টে মামলার জেরে পিছোলো রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট

NTPC Exam Results Imminent as RRB Prepares for Declaration
NTPC Exam Results Imminent as RRB Prepares for Declaration

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) বোর্ডের তরফে ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল ৭ অগাস্ট, বৃহস্পতিবার প্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে ফল প্রকাশ স্থগিত রাখা হল। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কলকাতা হাই কোর্টে ঝুলে থাকা একটি মামলার শুনানি। এর জেরে ফের অনিশ্চয়তার মধ্যে পড়ল কয়েক হাজার পরীক্ষার্থীর ভবিষ্যৎ।

চলতি বছর ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজে ভর্তির উদ্দেশ্যে এই প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন বহু পড়ুয়া। নিয়ম অনুযায়ী, সাধারণত পরীক্ষার দুই থেকে তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ পায়। কিন্তু এবার তা হয়নি। এর অন্যতম কারণ ছিল সংরক্ষণ সংক্রান্ত একটি মামলা, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়।

   

ওবিসি সংরক্ষণ নিয়ে তৈরি হওয়া জটিলতা মেটার পরে বোর্ড ৭ অগাস্ট রেজাল্ট প্রকাশের দিন নির্ধারণ করে। জয়েন্ট বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন, ওই দিন ফল প্রকাশ করা হবে। ফলে প্রস্তুত ছিল পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে কলেজ প্রশাসনও।

কিন্তু বোর্ড সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার অর্থাৎ আজ আর ফলাফল প্রকাশ হচ্ছে না। কারণ, আজকের দিনেই কলকাতা হাই কোর্টে জয়েন্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। ফলে আদালতের রায় না জানা পর্যন্ত বোর্ড কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে না। এই পরিস্থিতিতে বোর্ড ফের একবার ফল প্রকাশের তারিখ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে।

ফলপ্রকাশ নিয়ে এই অনিশ্চয়তা পরীক্ষার্থীদের মধ্যে চরম হতাশার সৃষ্টি করেছে। কেউ কেউ বলেন, “তিন মাস পেরিয়ে গেল, এখনও ফলাফল নেই। যারা বাইরে পড়াশোনা করতে আগ্রহী ছিল, তারা ইতিমধ্যেই অন্য রাজ্যে ভর্তিও হয়ে গেছে।” আবার কেউ কেউ বলেছেন, “বোর্ড এতদিন অপেক্ষা করে এখন আদালতের শুনানির দিনেই ফল প্রকাশের ঘোষণা করল কেন?”

বিশেষজ্ঞ মহলের মতে, সংরক্ষণ সংক্রান্ত মামলা নিষ্পত্তি হওয়ার পরও যদি প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ না থাকে, তবে বোর্ডকে আরও আগে থেকেই বিকল্প দিন ঘোষণা করা উচিত ছিল।

বোর্ডের তরফে এখনও পর্যন্ত নতুন ফল প্রকাশের দিনক্ষণ জানানো হয়নি। হাই কোর্টের নির্দেশ পাওয়ার পরেই সম্ভবত নতুন করে ঘোষণা হবে। ফলে আপাতত এই সপ্তাহের মধ্যেও ফলাফল প্রকাশ সম্ভব হবে কি না, তা নিয়েও সংশয় তৈরি হয়েছে।

রাজ্যের ইঞ্জিনিয়ারিং ও ফার্মেসি কলেজে ভর্তির জন্য কাউন্সেলিং প্রক্রিয়াও আটকে রয়েছে রেজাল্ট না আসার কারণে। ফলে কলেজগুলোর ভর্তি কার্যক্রমও এখন থমকে আছে।

পরীক্ষার্থীরা চাইছেন, যত দ্রুত সম্ভব আদালত মামলার নিষ্পত্তি করুক এবং বোর্ড রেজাল্ট প্রকাশ করুক, যাতে তাঁদের উচ্চশিক্ষার ভবিষ্যৎ আর ঝুলে না থাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন