মৃতের সংখ্যা ৩০৮! স্বপ্নের ওয়ানাড এখন ‘নিঝুম’ মৃত্যুপুরী

উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা (Wayanad landslide death toll)। স্বপ্নের ওয়ানাড এখন মৃত্যুপুরীর আকার নিয়েছে। এএনআই-এর খবরের ভিত্তিতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা…

Wayand

উদ্ধারকাজ চলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা (Wayanad landslide death toll)। স্বপ্নের ওয়ানাড এখন মৃত্যুপুরীর আকার নিয়েছে। এএনআই-এর খবরের ভিত্তিতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩০৮ এখন নিখোঁজ প্রায় ২০০। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এই মৃত্যু সংখ্যার ব্যাপারে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘ এখনও পর্যন্ত ৩০৮ জনের মৃত্যু হয়েছে, আমাদের উদ্ধারকাজ এখন চলছে।’ এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে, ‘ এখনও পর্যন্ত ১৯৫টি দেহ উদ্ধার হয়েছে এবং ১১৩টি দেহাংশ উদ্ধার করা হয়েছে। সমগ্র বিষয়টির উপরে আমাদের সবসময় নজর রয়েছে।’

লুকিয়ে রাখা লক্ষ লক্ষ টাকার নোট! দোকানে ঢুকতেই ‘থ’ খোদ ED

   

শুক্রবারও ওয়ানাডের ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি গ্রাম মুন্ডাক্কাই, চূড়ালমালা এবং আত্তামালায় যৌথ তল্লাশি অভিযানে নামবে সেনা, এনডিআরএফ, উপকূলরক্ষী বাহিনী এবং নৌসেনা। কয়েকটি দলে বিভক্ত হয়ে তল্লাশি অভিযান চালাবে যৌথ বাহিনী। প্রতিটি দলে তিন জন স্থানীয় বাসিন্দা এবং বন দফতরের এক জন কর্মীকে রাখা হবে। তা ছাড়াও উদ্ধার অভিযানকে ত্রুটিমুক্ত করতে ড্রোনের মাধ্যমেও হবে নজরদারি।

কেন্দ্রীয় আইনে না! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব

ধস নামার পরে কাদামাটি এবং জলের স্রোতে ভেসে গিয়েছিল মুন্ডাক্কাই এবং চূড়ালমালার মধ্যে সংযোগ রক্ষাকারী সেতুটি। বৃহস্পতিবার দ্রুততার সঙ্গে সেখানে বেলি ব্রিজ তৈরি করে ফেলে সেনা। অস্থায়ী সেতু তৈরি হয়ে হয়ে যাওয়ার ফলে উদ্ধারকাজে আরও গতি আসবে বলে মনে করা হচ্ছে। শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার কাজে নামবে উদ্ধারকারী দল। তাঁদের সঙ্গে থাকবে উদ্ধারে সাহায্য করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুদের দল। শনিবার অবধি ভারী বৃষ্টি চলবে ওয়ানাডে। তার পরেও বেশ কয়েক দিন দুর্যোগ চলতে পারে।