HomeBharatছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল, মেঝেতে পাতা বালতি, বেহাল চিত্র সংসদ ভবনের

ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল, মেঝেতে পাতা বালতি, বেহাল চিত্র সংসদ ভবনের

- Advertisement -

ভারী বৃষ্টিতে কার্যত সবকিছু যেন থমকে গিয়েছে দিল্লিতে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া আচমকা ভারী বৃষ্টির কারণে দিল্লির একের পর এক এলাকা। মৃত্যুও হচ্ছে বহু মানুষের। এরই মাঝে শিরোনামে উঠে এল নতুন সংসদ ভবন। কেউ হয়তো ভাবতেও পারেননি যে এমনটা ঘটবে। কোটি কোটি টাকা ব্যয়ে সংসদ ভবনের বেহাল ছবি সামনে উঠে এল।

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল, মেঝেতে পাতা রয়েছে বালতি। লবিতে গম্বুজের নিচে একটি বালতি রয়েছে এবং ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল তাতে পড়ছে। কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ একাধিক বিরোধী দলের নেতারা সংসদের ছাদ থেকে জল পড়ার ভিডিও শেয়ার করেছেন।

   

এদিকে ভিডিও পোস্ট করে সপা প্রধান অখিলেশ যাদব ব্যঙ্গের সুরে বলেন, ‘পুরনো সংসদ এই নতুন সংসদের চেয়ে ভাল ছিল, যেখানে পুরনো সাংসদরাও এসে দেখা করতে পারতেন। কেন পুরনো সংসদ আবার চালানো হবে না, অন্তত যতদিন কোটি কোটি টাকা দিয়ে তৈরি সংসদে জল পড়ার কর্মসূচি চলছে?’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ অখিলেশ এক্স-এ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘সাধারণ মানুষ প্রশ্ন করছেন, বিজেপি সরকারের প্রতিটি নতুন ছাদ থেকে ফোঁটা ফোঁটা জল কি তাদের চিন্তা-উদ্দীপক নকশার অংশ নাকি।’ এদিকে কংগ্রেসের লোকসভা সাংসদ মানিকম ঠাকুর লিখেছেন, ‘বাইরে কাগজ লিক, ভিতরে জল লিক। সংসদের লবিতে জল চুঁইয়ে পড়া।’ 

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular