দূষিত জল পান করে পুদুচেরিতে ৬ জনের মৃত্যু, উত্তাল বিরোধী দল

পুদুচেরিতে (Puducherry) দূষিত জলপান করে একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, সন্দেহজনকভাবে দূষিত জল পান করার পর অন্তত ৬ জনের মৃত্যু…

Water Contamination Claims Six Lives in Puducherry, Sparks Opposition Outcry

পুদুচেরিতে (Puducherry) দূষিত জলপান করে একের পর এক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, সন্দেহজনকভাবে দূষিত জল পান করার পর অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই ঘটনার পর থেকেই বিরোধী দলগুলির পাশাপাশি সামাজিক সংগঠনগুলিও সরব হয়ে উঠেছে অল ইন্ডিয়া এনআর কংগ্রেস সরকারের বিরুদ্ধে।

Advertisements

সরকারি ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ১০ সেপ্টেম্বর থেকে গোবিন্দাসালাই (অরলিয়ানপেট) ও নেল্লিথোপের কিছু এলাকার বাসিন্দারা একে একে অসুস্থ হতে শুরু করেন। তাদের মধ্যে অনেকেই তীব্র বমি ও ডায়রিয়ার শিকার হন। আক্রান্তদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা প্রাথমিক তদন্তে অনুমান করেছেন, দূষিত জলপানের কারণেই এমন মারাত্মক স্বাস্থ্যসংকট তৈরি হয়েছে।

Advertisements

এই ঘটনার জেরে ইতিমধ্যেই ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের পরিবার এবং স্থানীয়দের দাবি, বহু দিন ধরেই ওই এলাকার পানীয় জলে দুর্গন্ধ এবং নোংরা মিশ্রণের অভিযোগ ছিল। প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে এর ফলেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ।

ঘটনার পর থেকেই তীব্র আন্দোলনে নেমেছে বিরোধী দলগুলি। ডিএমকে (DMK) ও এআইএডিএমকে (AIADMK)–র পক্ষ থেকে আলাদা আলাদা বিক্ষোভ সংগঠিত হয়েছে। তাদের আন্দোলনে যোগ দিয়েছে বহু সামাজিক সংগঠনও।

বিক্ষোভকারীরা পুদুচেরি সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অবহেলার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, যদি সময়মতো ব্যবস্থা নেওয়া হত, তাহলে এই মৃত্যু এড়ানো যেত।

ডিএমকে ও এআইএডিএমকে–র কর্মীরা বিক্ষোভের সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে দূষিত এলাকার জল ভর্তি বোতল নিয়ে মিছিল করেন। তাদের অভিযোগ, প্রশাসন পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও পানীয় জল সরবরাহে কোনও নজরদারি চালায়নি।