নয়াদিল্লি: লাদাখে উত্তেজনা ও হিংসার আবহে আন্দোলনের অন্যতম মুখ সোনম ওয়াংচুককে ঘিরে উঠল গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ। শাসক বিজেপির শীর্ষ সূত্রের দাবি, আন্দোলনের আড়ালে জনমত প্রভাবিত করার পাশাপাশি তাঁর নেতৃত্বাধীন সংগঠন ও ব্যক্তিগত আর্থিক লেনদেনে একাধিক অসঙ্গতি সামনে এসেছে।
বৃহস্পতিবার কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক এফসিআরএ (Foreign Contribution Regulation Act, 2010)-র বিধি লঙ্ঘনের অভিযোগে SECMOL (Students Educational and Cultural Movement of Ladakh)-এর রেজিস্ট্রেশন বাতিল করে। পাশাপাশি, সিবিআই ইতিমধ্যেই ওয়াংচুক-নেতৃত্বাধীন এই সংস্থার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে।
হিয়ালের (HIAL) আর্থিক লেনদেনে প্রশ্ন
ওয়াংচুক প্রতিষ্ঠিত Himalayan Institute of Alternatives Ladakh (HIAL)-এর আর্থিক নথিতে বড়সড় অসঙ্গতির অভিযোগ উঠেছে। সূত্রের দাবি, ২০২৩-২৪ অর্থবর্ষে যেখানে অনুদান ছিল ৬ কোটি টাকা, সেখানে এক বছরের মধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটিরও বেশি। সংস্থার সাতটি অ্যাকাউন্টের মধ্যে চারটি ঘোষণা করা হয়নি, তবুও বিদেশি অনুদানের নামে ১.৫ কোটি টাকারও বেশি অর্থ এসেছে—যা এফসিআরএ-র ধারা ১১ অনুযায়ী সরাসরি লঙ্ঘন।
SECMOL ও বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ
SECMOL-এর ক্ষেত্রেও একই রকম অনিয়ম ধরা পড়েছে। নয়টি ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে ছ’টি ঘোষণা করা হয়নি বলে অভিযোগ। অন্যদিকে, Sheshyon Innovations Private Limited নামে একটি নতুন সংস্থায়, যেখানে ওয়াংচুক পরিচালক, HIAL-এর থেকে ৬.৫ কোটি টাকা স্থানান্তরের প্রমাণ মিলেছে বলে দাবি সূত্রের। উদ্বেগ বাড়াচ্ছে সংস্থার মুনাফার হঠাৎ পতন—এক বছরে ৬.১৩% থেকে নেমে মাত্র ১.১৪%-এ।
ব্যক্তিগত লেনদেন নিয়ে প্রশ্ন
সূত্রের দাবি, ওয়াংচুকের নয়টি ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে আটটি ঘোষণা করা হয়নি। এসব অ্যাকাউন্টেই এসেছে বিপুল পরিমাণ বিদেশি অর্থ। ২০২১ সাল থেকে তিনি নাকি অজ্ঞাত প্রাপকের কাছে ২.৩ কোটি টাকারও বেশি বিদেশে পাঠিয়েছেন। এতে মানি লন্ডারিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
কর্পোরেট তহবিল নিয়েও সমালোচনা
বিজেপি সূত্রের আরও দাবি, যিনি প্রকাশ্যে কর্পোরেট সংস্থার সমালোচনা করেন, তাঁরই প্রতিষ্ঠান একাধিক কেন্দ্রীয় সরকারী পিএসইউ ও কর্পোরেট সংস্থা থেকে বিপুল সিএসআর ফান্ড পেয়েছে।
লাদাখের মানুষের দাবি ও আন্দোলনের প্রেক্ষিতে এই অভিযোগগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তদন্তে প্রমাণিত হলে, সোনম ওয়াংচুকের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে এবং লাদাখবাসীর প্রকৃত উদ্বেগ ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে ছাপিয়ে যেতে পারে।

আমাদের Google News এ ফলো করুন
২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।
