নয়াদিল্লি: মহারাষ্ট্র, কর্ণাটক, হরিয়ানা এমনকি বিহার, বিজেপির বিরুদ্ধে রাহুল গান্ধীর (Rahul Gandhi) বর্তমান রাজনৈতিক অস্ত্র হল ‘ভোট চুরি’ (Vote Chori)। বিহারের ভোটার অধিকার যাত্রায় সেই অস্ত্রেই শাণ দিয়ে মিছিল, জনসভা করে গেছেন লোকসভার বিরোধী দলনেতা। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে যে ‘ভোট চুরি’-র (Vote Chori) অভিযোগে সমগ্র দেশকে তোলপাড় করছেন, তার পেছনে রাহুলের ‘অন্য অভিসন্ধি’ রয়েছে বলে দাবী করলেন বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য।
বৃহস্পতিবার বিহারের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। শুক্রবারই বিরোধী জোটের রাহুল গান্ধীকে তুলোধোনা করলেন মালব্য (Amit Malviya)। এক্সে তিনি লেখেন, “রাহুল গান্ধী যে ভোট চুরি নিয়ে এত আস্ফালন করছেন, তার পেছনের আসল কারণ নির্বাচন নয়। বরং, রাজনীতিতে টিকে থাকার জন্যই ভোট চুরির অস্ত্র ব্যবহার করছেন রাহুল গান্ধী”।
https://x.com/amitmalviya/status/1986712804037197913
বারংবার নির্বাচনে হেরে গেলেও নিজের ঘাড়ে দোষ নিতে নারাজ লোকসভার বিরোধী দলনেতা। তাই দলকে বোঝানোর চেষ্টা করছেন, দুর্বল নেতৃত্ব বা খারাপ স্ট্র্যাটেজি নয়, কংগ্রেসের হারের পেছনে কারণ হল ‘ভোট চুরি’ (Vote Chori)!
২০১৪-র উদাহরণ তুলে ধরে কটাক্ষের সুর আরও একধাপ চড়িয়ে মালব্য আরও লেখেন, “২০১৪-তে হারের কারণ হিসেবে কংগ্রেসের দুর্বলতাকে দায়ী করেন রাহুল গান্ধী। তারপর থেকেই ইডি, সিবিআই ও ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে মোদী জিতেছেন বলেন তিনি। তারপর ইভিএম-মেশিন আর এখন নির্বাচন কমিশন”। মূলত, কংগ্রেসের হারের পেছনে নিজেকে ছাড়া দুনিয়ার সবকিছুকেই দায়ী করতে পারেন রাহুল গান্ধী বলে ইঙ্গিত করেন বিজেপির আইটি শাখার প্রধান।
লোকসভা ভোটে দেখা আশার আলো বর্তমানে ক্ষীণ!
লোকসভা নির্বাচনে এনডিএ (NDA) জোটকে টক্কর দিয়ে আশার আলো দেখেছিল বিরোধী জোট। নরেন্দ্র মোদীর ‘আবকি বার ৪০০ পার’ এর ভবিষ্যদ্বাণী ব্যর্থ হওয়ায় সংসদে দশক পরে জেগে উঠেছিল বিরোধীরা।
মালব্যর দাবী, “লোকসভা নির্বাচনে বিজেপি ২৪০ আসন পাওয়ার পর কংগ্রেস যে আশার আলো দেখেছিল মহারাষ্ট্র ও হরিয়ানার হারের পর তা ক্ষীণ হয়ে গিয়েছে। বিহারেও যদি তাই হয়, যদিও মনে হচ্ছে তাই হবে, তাহলে রাহুলের নেতৃত্ব ফের প্রশ্নের মুখে পড়বে”। তাই দল যাতে তাঁর দিকে আঙুল তুলতে না পারে, তাই ‘ভোট চুরি’-কে বাহানা দেখিয়ে নিজের দোষ ঢাকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কংগ্রেস সাংসদ বলে দাবী অমিত মালব্যর।


